ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টেস্টে আগ্রহ বাড়াতে প্রণোদনা ঘোষণা ভারতের

টেস্টে আগ্রহ বাড়াতে প্রণোদনা ঘোষণা ভারতের

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১৫:০০

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটেই বেশি মনোযোগী হচ্ছে ক্রিকেটারা। যার ফলে অবহেলিত হচ্ছে টেস্ট ক্রিকেট। সাদা পোশাকের ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালুর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এতে প্রতি মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেললে একজন খেলোয়াড়ের ম্যাচ ফি ৩০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে! ২০২২-২৩ মৌসুমকেও এই প্রণোদনার আওতায় ধরা হয়েছে।

প্রতি মৌসুমে ৯টি টেস্ট ধরা হয়েছে। ৯ টেস্টের মধ্যে কোন খেলোয়াড় ৭ বা তারবেশি খেললে তিনি ৭৫ শতাংশ টেস্ট খেলেছেন ধরা হবে। এর ফলে ম্যাচ ফি ১৫ লাখ রুপির সঙ্গে প্রতি টেস্টের জন্য ওই ক্রিকেটার পাবেন ৪৫ লাখ রুপি। ৯ টেস্টের মধ্যে ৫ ও ৬টি টেস্ট খেললে প্রতি টেস্টের জন্য দেওয়া হবে ৩০ লাখ রুপি করে। কিন্তু ৪ টেস্টের কম খেললে কোন প্রণোদনা পাবেন না ওই ক্রিকেটার।

অর্থাৎ ৭৫ শতাংশের বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ম্যাচ ফি ও প্রণোদনা মিলিয়ে পাবেন ৬০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় ৮০ লাখ। খেলতে ইচ্ছুক, স্কোয়াডে আছেন কিন্তু একাদশে সুযোগ পাননি এমন ক্রিকেটাররাও বঞ্চিত হচ্ছেন না। ৫০ শতাংশের বেশি টেস্টে স্কোয়াডে থাকলে ম্যাচ প্রতি মিলবে ১৫ লাখ রুপি ও ৭৫ শতাংশের বেশি থাকলে তারা পাবেন ২২ লাখ রুপি করে। শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন

×