আইসিসির তিন সংস্করণেই শীর্ষে ভারত

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১৫:৪২
আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে ছিল ভারত। এবার ইংল্যান্ডে বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট জিতে দারুণ এক সুখবর পেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ম্যান ইন ব্লুরা।
সদ্য শেষ হওয়া সাদা পোশাকের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছেন ভারত। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে গতকাল বেন স্টোকসের দলকে ইনিংস এবং ৬৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
ধর্মশালা টেস্টের পর এই সংস্করণের র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে অবধারিতভাবেই র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে এশিয়ান জায়ান্টরা। এর মাধ্যমে বর্তমানে তিন ফরম্যাটের শীর্ষে অবস্থান করছে তারা ভারত।
র্যাংকিং টেবিলে ভারতের রেটিং পয়েন্ট ১২২। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। র্যাংকিংয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১১। এরপরই নিউজিল্যান্ডের অবস্থান। ১০১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা।
তবে ভারতের শীর্ষস্থান নড়চড় হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হলে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া জিতে গেলে হয়তো নিজেদের জায়গা পুনরায় ফিরে পাবে প্যাট কামিন্সের দল। নিউজিল্যান্ডের ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে অসিরা।
- বিষয় :
- ভারত
- টেস্ট ক্রিকেট