ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ফুটবলার

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ফুটবলার

নারী ফুটবলার রাজিয়া সুলতানা। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১৭:৪৪ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ১৭:৫০

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে ক্যাম্প করা ফুটবলার রাজিয়া খাতুন মারা গেছেন। সাতক্ষীরায় সন্তান প্রস্তাবের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ২২ বছর। তবে জন্ম নেওয়া শিশু সন্তান সুস্থ আছে বলে জানা গেছে। 

বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাজিয়া অনেক দিন ফুটবলের বাইরে ছিলেন। চার বছর আগে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আশা না দেখে তিনি ফুটবল ছেড়ে দেন।

জানা গেছে, রাজিয়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। পরের বছর ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ আসরে খেলেন তিনি। সিনিয়র দলের সঙ্গে ক্যাম্প করার সুযোগও পান। তবে ফর্ম খারাপ যাওয়ায় ২০১৯ সালে ক্যাম্প থেকে বাদ পড়েন তিনি। পরে সরে যান ফুটবল থেকে। 

বাংলাদেশের নারী ফুটবল মূলত জাতীয় দল কেন্দ্রীক। সেটাও পরিষ্কার করে বললে সাফ কেন্দ্রীয়। লিগ ফুটবল ছিল না আগে। ক’বছর চালু করা হলেও তা অনিয়মিত। যে কারণে জাতীয় দল ছাড়া খেলার এবং রোজগারের তেমন সুযোগ নেই নারী ফুটবলারদের। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় অনেকে ফিটনেস হারান, কারো ফর্ম পড়ে যায়, অনেকে আবার ফুটবলে আগ্রহ হারিয়ে ফেলেন। রাজিয়ার ক্ষেত্রে হয়েছে তেমনটাই। 

আরও পড়ুন

×