রেকর্ড গড়ে এফএ কাপের সেমিতে ম্যান সিটি

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১০:৪৪
ইতিহাদে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২–০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদে নিউক্যাসলের বিপক্ষে বল দখল থেকে শট সবকিছুতেই আধিপত্য ছিল স্বাগতিক সিটির। তাদের হয়ে দুটি গোলই করেছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুর ১৩ মিনিটেই সিটিকে লিড এনে দেন সিলভা।
৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগীজ মিডফিল্ডার। গোলের সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড, ফিল ফোডেনরাও। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তারা। যে ধারা দ্বিতীয়ার্ধেও বজায় থাকায় শেষ পযন্ত ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে।
সিটির আগে উল্ভসকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় কভেন্ট্রি সিটি।
- বিষয় :
- এফএ কাপ
- ম্যানচেস্টার সিটি