রোনালদোকে ছাড়াই সুইডেনকে ৫ গোল দিল পর্তুগাল

সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় পর্তুগাল। যে গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১০:৩৫
আল নাসরের হয়ে নিয়মিত ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলও করেছেন তিনি। তারপরও জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়নি তাকে। অভিজ্ঞ এবং ৩৯ বছরের পথে থাকা সিআরসেভেনকে ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রেশ চান কোচ। যে কারণে সুইডেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি।
তবে সুইডেনের বিপক্ষে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্তাডিও ডম আলফনসো হেনরিকসে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। দলটির হয়ে গোল করেছেন পাঁচ ফুটবলার।
ম্যাচের প্রথমার্ধে পর্তুগাল ৩-০ গোলের লিড নেয়। মূলত ওই তিন গোলেই জয় পেয়েছে পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধে দুই দল ছিল সমান সমান। পর্তুগালও দ্বিতীয়ার্ধে করেছে দুই গোল। সুইডেনও দিয়েছে দুই গোল। ম্যাচের ২৪ মিনিটে এসি মিলানের রাফায়েল লিও পর্তুগালকে প্রথম লিড এনে দেন।
ম্যাচের ৩৩ মিনিটে রর্বাতো মার্টিনেজের দল ব্যবধান ২-০ করে ফেলে। ওই গোল আসে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ম্যাথুয়েস নুনেজের পা থেকে। ম্যাচের ৪৫ মিনিটে গোল ব্যবধান ৩-০ করেন ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
গোলের ওই ব্যবধান দ্বিতীয়ার্ধের শুরুতে আরও বাড়িয়ে নেয় পর্তুগাল। সুইডেনকে ৫৭ মিনিটে ৪ গোল দিয়ে দেয় পর্তুগাল। তবে এক মিনিট পরেই এক গোল শোধ করে সুইডেন। ম্যাচের ৬১ মিনিটে গোল ব্যবধান দাঁড়ায় ৫-১। বড় ওই ব্যবধানেই হার দেখছিল সুইডিসরা। কিন্তু ম্যাচের একবারে শেষ দিকে অর্থাৎ ৯০ মিনিটে গোল করে হারের ব্যবধান কমায় সুইডেন।