আইপিএলের জমকালো উদ্বোধনে থাকছেন যারা

শুরু হচ্ছে আইপিএলের ১৭তম আসর। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১৩:১৬ | আপডেট: ২২ মার্চ ২০২৪ | ১৬:৪৮
শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবে। তার আগে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বসবে আইপিএলের জমকালো উদ্বোধন।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠানটি। জমকালো এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা অক্ষয় কুমার। এছাড়া সনু নিগাম, অরিজিৎ সিং, এআর রহমানসহ অনেকে গান করবেন।
বাংলাদেশে আইপিএল সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া আইপিএলের এই মেগা আসর ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস টু এবং স্টার স্পোর্টস থ্রিতে বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে। আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও দেখা যাবে এই টিভি চ্যানেলগুলোতে।
গত আইপিএল আসর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ পদ্ধতি চালু করেছে আইপিএল। অর্থাৎ ব্যাটিং-বোলিংয়ের সুবিধার কথা চিন্তা করে একজন ব্যাটার বা বোলার কমিয়ে তার বদলে অন্য একজনকে খেলাতে পারে দলগুলো। এবারের আইপিএলেও এসেছে নতুন নিয়ম। এবার একজন বোলার তার প্রতি ওভারে দুটি করে বাউন্স দিতে পারবেন। এছাড়া ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর পরিবর্তে এবার এসআরএস (স্মার্ট রিপ্লে সিস্টেম) চালু হচ্ছে।
এবারের আইপিএলে রোহিত শর্মার ওপর নজর থাকবে। নেতৃত্ব ছাড়া খেলতে নামবেন তিনি। জাসপ্রিত বুমরাহ ফিরছেন আইপিএলে। নজর থাকবে তার ওপরও। কেন উইলিয়ামসন গত আসরের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন। এটা তাই নতুন শুরু তারও। মিচেল স্টার্ক আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার। আট বছর পর ফিরেছেন তিনি। ভারতে বিশ্বকাপ জেতানোয় প্যাট কামিন্স পেয়েছেন হায়দরাবাদের নেতৃত্বভার। ঋষভ পন্ত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন। ক্যারিয়ার শেষের শঙ্কা কাটিয়ে আইপিএল দিয়ে ফিরছেন তিনি। আইপিএলে দল পাওয়া ট্রাভিস হেডেও থাকবে নজর।