ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইয়ামালের জন্য ২০০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

ইয়ামালের জন্য ২০০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ১৯:৩১

পরবর্তী প্রজন্মের বড় ফুটবলার মনে করা হচ্ছে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে। তার বয়স এখনও ১৭ বছর হয়নি। মরক্কান বংশোদ্ভূত এই ফুটবলার এরই মধ্যে বার্সেলোনা ও স্পেনের হয়ে আলো কাড়তে শুরু করেছেন। 

মেসি পরবর্তী সময়ে বার্সা একাডেমির সেরা ফুটবলার মনে করা হচ্ছে তাকে। ইউরোপের বড় ক্লাবগুলো তাই বার্সার এই দুর্দিনে ইয়ামালকে ছিনিয়ে নেওয়ার ফন্দি করছে। বার্সার খারাপ আর্থিক কাঠামোর কথা চিন্তা করে, ইয়ামালকে কিনতে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে। 

বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন। তবে বার্সা প্রেসিডেন্ট এও জানিয়ে দিয়েছেন, লামিন ইয়ামাল বিক্রির জন্য নয়। পরে মার্কা জানতে পেরেছে, পিএসজির জর্জ মেন্ডিসের মাধ্যমে বার্সার কাছে এসেছিল বিশাল অঙ্কের অর্থের ওই প্রস্তাব। 

লাপোর্তা বলেন, ‘আমরা ইয়ামালের জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পর্যন্ত পেয়েছি। কিন্তু আমরা না বলে দিয়েছি। কারণ সে আমাদের ভবিষ্যত। তার ওপর আমাদের আস্থা আছে। আমরা আর্থিক সংকটের মধ্যে আছি, এটা ঠিক। কিন্তু আমরা ওই ধাক্কা সামলে ওঠার শেষ পর্যায়ে আছি।’ 

লাপোর্তা আরও দাবি করেছেন, পাবলো গাভি, পেদ্রি, আলেজান্দ্রো বাল্ডে, রোনাল্ড আরাহোর জন্য তারা মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছেন। কিন্তু এদের কাউকেউ বিক্রি করবে না বার্সা।       

আরও পড়ুন

×