ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইসিসির এলিট প্যানেলে ঢুকে যা বললেন সৈকত 

আইসিসির এলিট প্যানেলে ঢুকে যা বললেন সৈকত 

আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার সৈকত। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৭:৩৬

বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন। তিনি সৈকত নামে অধিক পরিচিত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে ঢুকে উচ্ছ্বসিত তিনি। 

আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়ায় সৈকতকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলারডাইস। সৈকতের মতো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আছেন আরও ১১ জন। 

আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া সৈকত আইসিসির বার্তায় বলেন, ‘আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া বড় সম্মানের। দেশের প্রথম হিসেবে দায়িত্ব পাওয়ায় এটা আরও বিশেষ হয়ে উঠেছে। আমার ওপর যে আস্থা দেখানো হয়েছে তার প্রতিদান দিতে মুখিয়ে আছি।’ 

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সৈকত। এছাড়া নারীদের তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। এখন আরও বড় দায়িত্ব সামলাতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন সৈকত, ‘বিগত বছরগুলোতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন আমি আরও চ্যালেঞ্জিং দায়িত্ব পেতে উন্মুখ।’ 

এলিট প্যানেলে অন্তর্ভূক্ত হওয়ায় আইসিসি, বিসিবি, সতীর্থ ও পরিবারকে ধন্যবাদ দিয়েছেন তিনি, ‘আমাকে সমর্থন দিয়ে যাওয়ায় আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ। এছাড়া আমার অনেক সতীর্থ আমাকে সহায়তা করেছেন এবং পথ নির্দেশনা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধু যারা আমার পাশে ছিলেন এবং সমর্থন জুগিয়ে গেছেন তাদেরকেও ধন্যবাদ।’    

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পাওয়ায় সৈকতকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলারডাইস, ‘বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়ায় শরফুদ্দৌলাকে অভিনন্দন জানাচ্ছি। এটা তার জন্য আন্তর্জাতিক ম্যাচে ও আইসিসির টুর্নামেন্টে দীর্ঘদিন ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখানোর পুরস্কার।’

আরও পড়ুন

×