মায়ামিতে বেকহ্যামের সঙ্গে নেইমার, দেখা মিলবে কি এমএসএন ত্রয়ীর?

ছবি- ফেসবুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ২১:১৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ | ২১:৫৮
এই সময়ে আল হিলালের হয়ে সৌদি প্রো লিগ মাতানোর কথা নেইমারের। কিন্তু চোটের কারণে লম্বা সময়ই মাঠের বাইরে আছেন নেইমার। নিজেকে ফিরে পেতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর ফাঁকেই নিজের অবসর সময় ঘুরে বেড়াচ্ছেন তিনি। এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের শহর মায়ামিতে।
গত ১৭ মার্চ থেকে দেশটিতে শুরু হয়েছে মায়ামি ওপেন টেনিস। সেখানে সেলিব্রিটিদের সঙ্গে নিয়মিত পার্টি করছেন নেইমার। সেখানেই সাক্ষাৎ হয় ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও ইন্টার মায়ামি ক্লাবের একাংশের মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে। সেটাই ফুটবল ভক্তদের মনে নতুন জল্পনাকল্পনার উঁকি দিচ্ছে।
ইন্টার মায়ামির দলে আছেন বার্সেলোনার একাধিক সতীর্থ। যেখানে মাঠ কাপাচ্ছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। একসময় এই দুজনের সঙ্গে বার্সেলোনার আক্রমণভাগ সামলিয়েছেন নেইমার। তিনজনকে তখন একসাথে ডাকা হতো এমএসএন নামে। ফুটবল বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিলেন এই ত্রয়ী। তাই ইন্টার মায়ামিতে যখন মেসির পর সুয়ারেজ পা রাখলো, অনেক ফুটবল সমর্থকরাই তখন নেইমারকে মায়ামিতে দেখতে চেয়েছিল। কারণ এমএসএন ত্রয়ী পূর্ণ হতে এখন শুধু নেইমারই বাকি।
সম্প্রতি নেইমারের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটা ছবি নিয়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবল মহলে। ছবিতে নেইমারের দুই পাশে দাঁড়িয়ে আছেন ইন্টার মায়ামির এক অংশের মালিক ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। এই ছবি দেখে অনেক ভক্তই মনে করছেন আগামীতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন নেইমার।
তবে ভক্তদের সেই আশায় পানি ঢাললেন বেকহ্যাম। সাবেক এই ইংলিশ মিডফিল্ডার জানালেন, নেইমারের সঙ্গে কেবল নৈশভোজই করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে বেকহ্যাম লেখেন, ‘মায়ামিতে স্বাগতম বন্ধু (শুধু নৈশভোজের জন্য)।’
- বিষয় :
- ইন্টার মায়ামি
- লিওনেল মেসি
- নেইমার
- লুইস সুয়ারেজ