ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুম্বাইয়ে ফিরে নায়ক থেকে খলনায়ক হার্দিক

মুম্বাইয়ে ফিরে নায়ক থেকে খলনায়ক হার্দিক

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ২২:৫৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ | ২৩:০৪

চলমান আইপিএলের আসরে শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম দু’টি ম্যাচে হেরে এমনিতেই চাপে রয়েছে তারা। তার উপর যত দিন যাচ্ছে তত দলের অন্দরের ভাঙন প্রকাশ্যে আসছে। ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে এখন দলটির হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্ষোভ জমছে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হার্দিককে দায়িত্ব দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। এমনকি সাবেক ও বর্তমান দুই অধিনায়ককে নিয়ে নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে আইপিএলে যৌথভাবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। তাদের এমন সফলতার অন্যতম নায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে সফল দুই অধিনায়কের একজন তিনি। হার্দিক পাণ্ডিয়াও টপ পারফর্মার। মুম্বাইয়ে ৭টি মৌসুম কাটিয়ে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছিলেন তিনি। ২০২২ আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তার নেতৃত্বে শেষবারও ফাইনালে উঠেছিল দলটি।

কিন্তু নতুন আসর শুরু হতেই গুজরাটের সমর্থকদের মন ভেঙে হঠাৎ করেই পুরোনো ডেরা মুম্বাইতে ফিরে যান হার্দিক। যা মেনে নিতে পারেননি গুজরাটের সমর্থকেরা। এমনকি সর্বশেষ তিন বছরের শিরোপা-খরা ঘোচাতে রোহিতের পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক বানিয়েছে মুম্বাই। যেটিতে আবার মনঃক্ষুণ্ণ হয়েছে মুম্বাইয়ের সমর্থকেরাও। তাই এখন গুজরাট তো বটেই হার্দিককে পছন্দ করছেন না মুম্বাইয়ের সমর্থকেরাও। এ জন্য মাঠে দুয়ো শুনতে হচ্ছে হার্দিককে। বলা যায়, মুম্বাইয়ে ফিরে নায়ক থেকে খলনায়ক হয়ে গেছেন পাণ্ডিয়া।

নিজেদের প্রথম ম্যাচ আহমেদাবাদে খেলতে গিয়ে সমর্থকদের দুয়ো শুনেছেন মুম্বাই অধিনায়ক। জায়ান্ট স্ক্রিনে তাকে দেখা গেলেই রোহিত শর্মার নাম ধরে চিৎকার দিচ্ছেন খেলা দেখতে আসা দর্শকদের। এমনকি আহমেদাবাদে সেদিন একটা কুকুর মাঠে ঢুকলে তখন তার নাম ধরে চিৎকার করেছে স্টেডিয়ামে আসা সমর্থকেরা।

৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্ব নেওয়া। সেটার কারণও আছে অবশ্য, মুম্বাইয়ে ফেরার আগে শোনা গেছে, হার্দিক নাকি অধিনায়ক হবার শর্তেই মুম্বাইয়ে ফিরেছেন। তাই রোহিতকে সরিয়ে অধিনায়কের মুম্বাইয়ের মালিকপক্ষ আর্মব্যান্ড পরিয়েছেন হার্দিককেই।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হার্দিক ফিরে আসার পরে দলের পরিবেশ আগের মতো নেই। এমনকি ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যেখানে রোহিতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মাসহ বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। আরেক দিকে হার্দিকের সঙ্গে আছেন ইশান কিষানসহ কয়েকজন ক্রিকেটার। সঙ্গে হার্দিকের শক্তির জায়গা তার পক্ষে আছে মুম্বাইয়ের মালিক পক্ষ।

আরও পড়ুন

×