মেসিবিহীন মায়ামিকে জেতাতে পারলেন না সুয়ারেজ

ছবি- গেটিইমেজেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১১:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ১১:০৭
মেসিকে ছাড়া কঠিন সময় পার করছে ইন্টার মায়ামি। চোটের কারণে দলের সঙ্গে নেই মেসি। তাকে ছাড়া শেষ চার ম্যাচে কেবল একটিতে জয়ের দেখা পেয়েছে ক্লাবটি। আজ নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার দলটি।
বার্সেলোনা ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার সুয়ারেজ ইন্টার মায়ামিকে এগিয়ে নেন ম্যাচের ১৫ মিনিটে। জুলিয়ান গ্রেসেলের মাপা ফ্রি-কিকে বক্স থেকে নেওয়া দুর্দান্ত এক হেডে গোলটি করেন তিনি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্লাবটি। ম্যাচের ৩৪ মিনিটে নিউইয়র্ক সিটির কোস্টরিকান ফরোয়ার্ড আলোনসো মার্টিনেজ সেই গোল শোধ করে দেন। পরবর্তীতে আর কোনো দলই গোলের দেখা না পেলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
এই ড্রয়ের পর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়েও একই অবস্থানে মার্টিনোর দল। দিনের আরেক ম্যাচে শার্লটের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরা সিনসিনাটি আছে এমএলএসের পয়েন্ট তালিকার শীর্ষে। ৬ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ১২।
- বিষয় :
- ইন্টার মায়ামি
- লুইস সুয়ারেজ
- লিওনেল মেসি