‘পুরোপুরি ব্যর্থ হয়েছি’, সরল স্বীকারোক্তি জাকিরের

চট্টগ্রাম টেস্টে ফিফটি পান জাকির হাসান। ছবি: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ২১:২৪
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে দলের প্রতিনিধি জাকির হাসান জানিয়েছেন, তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। উইকেট ভালো ছিল। শুধু বাতাসের কারণে একটু সমস্যা হচ্ছিল।
জাকির বলেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। কেউ সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যার যে ভূমিকা ছিল সেটা পালন করতে পারিনি। আমার মনে হয়েছে, আজ একটু বাতাস থাকার কারণে ওরা বাড়তি সুবিধা পেয়েছে। তাছাড়া উইকেট-কন্ডিশন সবই ঠিক ছিল। আমাদের আরও ভালোভাবে খেলা উচিত ছিল।’
অভিষেক টেস্টে চট্টগ্রামে ভালো বোলিং করেছেন পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে দুই উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ৫ উইকেটের মধ্যে ৪ উইকেটই নিয়েছেন হাসান। তার বোলিং তোপে ১০২ রানে ৬ উইকেট পড়েছে সফরকারীদের। তার প্রশংসা করেছেন ওপেনার জাকির।
তিনি বলেন, ‘অবশ্যই হাসান মাহমুদ খুব ভালো বোলিং করেছে। ওর এটা অভিষেক টেস্ট ম্যাচ। ও ভালো মুভমেন্ট পেয়েছে, ভালো জায়গায় বোলিং করেছে। টিম ভালো পরিস্থিতিতে থাকলে, উইকেট পড়লে সবার বাড়তি চেষ্টা চলে আসে। সব সময় চেষ্টা করছি ওই চেষ্টাটা ধরে রাখতে।’
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বাংলাদেশ পাঁচটি ক্যাচ ফেলেছে। এর মধ্যে স্লিপে তিনজন চেষ্টা করেও ধরতে পারেননি একটি ক্যাচ। জাকির জানিয়েছেন, ক্যাচ ফেললে তাদের খারাপ লাগে। একটা ক্যাচ ফেলেছেন বলে পরের ক্যাচটি ধরার জন্য চেষ্টা কম থাকে বিষয়টি এমনও নয়। তারা ওই জায়গায় উন্নতির চেষ্টা করছেন।