ম্যাচ ও সিরিজ সেরা সব্যসাচী কামিন্দু

চট্টগ্রাম টেস্টের ম্যাচ সেরা ও টেস্টের সিরিজ সেরা কামিন্দু মেন্ডিস। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ১৩:২২ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ | ১৭:৫৬
এতোদিন ‘সব্যসাচী’ ক্রিকেটার বলা হতো গ্যারি সোবার্সকে। না তিনি দুই হাতে বোলিং করতেন না। দুর্দান্ত এক বাঁ-হাতি অলরাউন্ডার ছিলেন তিনি। বাঁ হাতে অফ স্পিন, লেগ স্পিন করতে পারতেন। কন্ডিশনের সুবিধা নিতে একই ওভারে দারুণ রিভার্স সুইং দেওয়া মিডিয়াম পেস বোলিং করতেও দেখা গেছে তাকে।
এছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি দুই হাতে বোলিং করতে পারতেন আরও কিছু ক্রিকেটার। যাদের ডাকা হয় সব্যসাচী নামে। পাকিস্তানের হানিফ মোহাম্মদ, ইংল্যান্ডের গ্রাহাম গুচ তাদের মধ্যে অন্যতম। যদিও তারা দুই হাতে বোলিং করেও খুব বেশি উইকেট পাননি।
ওই তালিকায় যুক্ত হয়েছেন কামিন্দু মেন্ডিস। সব্যসাচী ক্রিকেটার হিসেবে আগেই তালিকায় তার নাম ঢুকেছে। টি-২০ সিরিজের পর সিলেট ও চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। সিলেট টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৯২ রানের ইনিংস খেলেছেন। সতীর্থ আসিথা ফার্নান্দো শেষ ব্যাটার হিসেবে রান আউট না হলে টানা তৃতীয় সেঞ্চুরি পেতে পারতেন ২৫ বছরের এই বাঁ-হাতি স্পিনার।
চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ের সঙ্গে ডানহাতে বোলিংও করেছেন তিনি। চতুর্থ দিন তিনি ডান হাতি বোলিংয়ে সাকিব ও দিপুকে আউট করেন। পঞ্চম দিন আউট করেছেন তাইজুল ইসলামকে। ১০ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। যে কারণে ম্যাচ সেরা হয়েছেন তিনি। সঙ্গে সিলেটে টেস্টের দুই সেঞ্চুরির কারণে সিরিজ সেরাও হয়েছেন।
কামিন্দু এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁ-হাতে বোলিং করেছেন। এবার করলেন ডানহাতে অফ স্পিন। সঙ্গে দুর্দান্ত ব্যাটিং। তিনি জানিয়েছেন, সামনেও দুই হাতে বোলিং চালিয়ে যেতে চান তিনি। তবে টেস্টে ডানহাতে অফ স্পিন করতে চান, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে চেষ্টা করবেন বাঁ-হাতে স্পিন ঘোরানোর।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে কামিন্দু বলেন, ‘স্পিন বোলিং নিয়ে আমি কোচের সঙ্গে কাজ করছি। যখন ডান হাতে বোলিং করি, আম্পায়ারের থেকে অনুমতি নিতে হয়। এই টেস্টে আমি আমার ডানহাতি স্পিন নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম।’ এর আগে দিনের খেলা শুরুর সময় রাসেল অরনাল্ডকে তিনি জানান, পঞ্চম দিন ডানহাতে বোলিং করবেন তিনি। এছাড়া সাদা বলে বাঁ-হাতে বোলিং করতে চান।