ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আবার হার বায়ার্নের, শিরোপা ছোঁয়া দূরত্বে লেভারকুসেন

আবার হার বায়ার্নের, শিরোপা ছোঁয়া দূরত্বে লেভারকুসেন

জাবি আলোনসোর গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ২২:৩১

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারের পর বায়ার্ন মিউনখ লিগ শিরোপার লড়াই থেকে নিজেদের নাম কেটে দিয়েছিল। বায়ার লেভারকুসেনকে চ্যাম্পিয়ন ঘোষণাও দিয়েছিল। ওই বায়ার্ন শনিবার লিগ ম্যাচে হেইডেনহেইমের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে। 

অন্য দিকে বায়ার লেভারকুসেন ১-০ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। লেভারকুসেনের জয়ে এবং বায়ার্নের হারে শিরোপা থেকে মাত্র এক জয় দূরত্বে অবস্থান নিয়েছে জাবি আলোনসোর দল। সামনের ছয় লিগ ম্যাচের একটিতে জিতলেই ১২০ বছরের ক্লাব ইতিহাসে প্রথম লিগ শিরোপা ঘরে তুলবে তারা। 

শনিবারের ম্যাচে লেভারকুসেনের পক্ষে জয়সূচক গোলটি করেন ফ্লোরিয়ান রাটজ। পেনাল্টি থেকে তার করা গোলেই শিরোপা ছোঁয়া দূরত্বে চলে এসেছে দলটি। অন্যদিকে বায়ার্ন হারলেও ৩৮ মিনিটে হ্যারি কেইন ও ৪৫ মিনিটে সের্গি গিনাব্রি গোল করে দলকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নিয়েছিল। দ্বিতীয়ার্ধে হেইডেনহেইম তিন গোল করে দুর্দান্ত কামব্যাক দেখিয়েছে। 

এতে করে ২৮ লিগ ম্যাচ শেষে লেভারকুসেন ৭৬ পয়েন্ট তুলেছে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট বায়ার্নের। এখান থেকে জাবি আলোনসোর দল সবগুলো ম্যাচ হারলে এবং বায়ার্ন সবগুলো ম্যাচ জিতলেই কেবল টুখেলের দল শিরোপা জিততে পারবে। লেভারকুসেন সামনের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৭৯। সেক্ষেত্রে বায়ার্ন হাতে থাকা ছয় ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৭৮। অর্থাৎ আলোনসোর দল এক ম্যাচ জিতলেই শিরোপা উৎসব করে ফেলতে পারবে।

আরও পড়ুন

×