ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৫ গোলের থ্রিলারে পিএসজি বধ, ‘সেরা জয়’ বললেন জাভি

৫ গোলের থ্রিলারে পিএসজি বধ, ‘সেরা জয়’ বললেন জাভি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৬:০০

আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফেললো বার্সেলোনা। প্যারিস সেন্ট জার্মেইর মাঠে লিড নিয়ে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। ব্রাজিলিয়ান রাফিনহার জোড়া গোলে পিএসজিকে তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে এমন জয়ে বেশ উচ্ছ্বসিত বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় জাভি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে এটি সেরা এক জয়। তাদের সামলানো কঠিন কারণ যেভাবে তারা চাপ প্রয়োগ করে। কিন্তু আমরা সেটা পেরেছি।’

রাফিনহার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে উসমান দেম্বেলে ও ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। তবে রাফিনহাই আরেকটি গোল করে সমতায় ফেরান বার্সেলোনাকে। পরে বদলি নামা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোল জিতিয়ে দেয় জাভির দলকে। বার্সা কোচ বলেন, ‘এই ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলাম। সবকিছু ভালোভাবে হলো, রক্ষণে ও আক্রমণে। আমরা দল নিয়ে গর্বিত। প্যারিস খুব ভালো খেলেছিল, কিন্তু আমরা তাদের লাগাম টেনে ধরে রাখতে পেরেছিলাম।’

খেলোয়াড়দের ওপর আস্থা আছে জানিয়ে জাভি বলেন, ‘খেলোয়াড়দের মনে বিশ্বাস আছে। তাদের এই সুযোগ আছে এবং যদি একইভাবে খেলে তাহলে সুযোগ পাবে। এখনও কিছুই হয়নি। কিন্তু আমরা গর্বিত হতে পারি। এই ম্যাচ দেখিয়ে দিলো যে বার্সা এখনও ভালোভাবে বেঁচে আছে।’

আগামী ১৬ এপ্রিল দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পিএসজিকে স্বাগত জানাবে বার্সা। এই ম্যাচ সহজ হবে না মানছেন জাভি, ‘আমরা কেবল অর্ধেক পথ পাড়ি দিলাম। বার্সেলোনায় খুব কঠিন কিছু হতে যাচ্ছে।’

আরও পড়ুন

×