ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবাহনীর নাঈমকে আউট দেননি আম্পায়ার, ক্ষুব্ধ তামিমরা 

আবাহনীর নাঈমকে আউট দেননি আম্পায়ার, ক্ষুব্ধ তামিমরা 

আম্পায়ারের সঙ্গে তামিম ও মুশফিকের বাদানুবাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৭:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ১৯:০৯

ঈদের লম্বা ছুটির মতো ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ছিল ছুটি। সোমবার ছুটি শেষে মাঠে গড়ায় ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড এবং প্রাইম ব্যাংকের এই ম্যাচেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আম্পায়ারের সঙ্গে বাদানুবাদ করেছেন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল-মুশফিকুর রহিমসহ প্রাইম ব্যাংকের অন্যরা। ক্ষোভ প্রকাশ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। 

ঘটনা ম্যাচের প্রথম ইনিংসের। শুরুতে ব্যাট করতে নামে আবাহনী লিমিটেড। দুর্দান্ত শুরু পায় তারা। দলও তোলে ৩৪২ রানের বিশাল সংগ্রহ। যাতে বড় অবদান রেখেছেন ওপেনার নাঈম শেখ। তিনি সেঞ্চুরি তুলে নেন। তবে তার ব্যক্তিগত ৬৯ রানে লেগ বিফোরের জোরালো আবেদন করে প্রাইম ব্যাংক।

দলটির পার্ট টাইম অফ স্পিনার মোহাম্মদ মিঠুনের করা বল স্টাম্প লাইনে পড়ে উইকেট বরাবর পায়ে লাগে নাঈমের। যা খালি চোখে আউটই মনে হয়েছে। কিন্তু আম্পায়ার জোর আবেদনে সাড়া দেয়নি। যা নিয়ে মাঠে ক্ষোভ প্রকাশ করেন তামিম-মুশফিকরা। ‘আপনারই খেলেন’। আম্পায়ারের প্রতি এমন মন্তব্যও ছুড়েছেন তামিম। 

শুধু তামিম কিংবা মুশফিক নন ডাগ আউটে নেমে আসা থার্ড আম্পায়ারের সঙ্গেও কথা কাটাকাটি হয়েছে প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিনের। থার্ড আম্পায়ার খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ নিয়ে সালাউদ্দিন-তামিমদের কাছে এসেছিলেন। কিছুক্ষণ বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় ম্যাচ। নাঈম-শান্তর সেঞ্চুরির পাল্টা দেন মুশফিকুর রহিম। কিন্তু জিততে পারেননি তারা।

আরও পড়ুন

×