ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক

‘ম্যাচে কেউ অসম্মান করেনি’

বাংলাদেশ নারী দল যেদিন সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হলো, সেদিন দেশের গণমাধ্যম থেকে শুরু করে ফেসবুকে খেলোয়াড়রা প্রশংসায় ভেসেছেন। ওই যে জয়া চাকমা; দেশের ফুটবলে প্রথম আন্তর্জাতিক নারী রেফারি; তাঁর উত্থানেও খুশির বান ডেকেছিল। তিনি ফুটবলের রেফারি; নারী বা পুরুষের নন। জয়া ফুটবলের সর্বজনীন রেফারি হিসেবে সম্মানও পান খেলোয়াড়দের কাছ থেকে। আসলে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের উত্থানকে এই সময়ে দেখা হয় নারীজাগরণ হিসেবে। মুশফিকুর রহিমও নারী ফুটবলারদের প্রশংসা করে অফিসিয়াল ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই ক্রিকেটারদের বিরুদ্ধেই কিনা অভিযোগ– তারা নারী আম্পায়ার সাথীরা জাকির জেসিকে অনফিল্ড আম্পায়ার হিসেবে মেনে নিতে চাননি। 

আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৪ | ০৯:৪৩
‘ম্যাচে কেউ অসম্মান করেনি’

সর্বশেষ