ইন্টারনেট সেবায় ছাড় পাবেন প্রাইম ব্যাংক গ্রাহকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৮:০০
গ্রাহকদের নতুন সাবস্ক্রিপশনে দুই মাস ফ্রি ইন্টারনেট সেবা দিতে প্রাইম ব্যাংক এবং কার্নিভাল ইন্টারনেটের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি হয়েছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা সুপার সেভার প্যাকেজের তিন স্তরের বার্ষিক সাবস্ক্রিপশনে ৭২ হাজার টাকা মূল্যের স্বাস্থ্য কভারেজসহ অতিরিক্ত সুবিধা পাবেন। ব্যাংকের কার্ডহোল্ডাররা অ্যানুয়াল সাবস্ক্রিপশনে বিশেষ ছাড় এবং ইএমআই সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ডটলাইনস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. তারেক মঈন উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
- বিষয় :
- ইন্টারনেট সেবা
- প্রাইম ব্যাংক