‘ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৮:২১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ | ২২:৩২
ভারত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে নাসুম আহমেদ। ঘরোয়া ক্রিকেটেও বল হাতে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না এই বাঁহাতি স্পিনার। অবশেষে আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঝলক দেখালেন তিনি। মোহামেডানের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাত্র ২২ রানে নেন ৫ উইকেট। ৯৩টি লিস্ট এ ম্যাচের ক্যারিয়ারে এটি নাসুমের সেরা বোলিং ফিগার। এর আগে ৪৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে উইকেট সংখ্যা ১২২টি।
এমন দুর্দান্ত বোলিংয়ের পরও নাসুম জানান, পেট ভরেনি তার। এক প্রশ্নের জবাবে নাসুম বলেন, ‘অনেক দিন ধরে উইকেটের ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে পেতাম। প্রথম চার ম্যাচে মনে হয় আমি ২টা উইকেটে পেয়েছি। অনেক বেশি ক্ষুধা ছিল আমার, ক্ষুধার্ত ছিলাম যাতে একটা ম্যাচে ক্লিক করব।’
মাঝখানের দুঃসময়টুকু পেছনে ফেলে নাসুম ন্দে ফিরেছেন কী এখনো বুঝতে পারছেন না, ‘এখনও রিদমে ফিরে এসেছি কিনা, বুঝতে পারছি না। ৫টা ম্যাচ রয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি, সেটাই চালিয়ে যাচ্ছি। ডটবল করা, যত কম রান দেওয়া যায়। পাওয়ার প্লে’তে ব্যাটসম্যানের বিপক্ষে আমি চ্যালেঞ্জ নিতে চাই না। একটা জায়গায় বল করতে চাই, যতটুকু আটকানো যায়।’
নিজের বোলিং আগে যেমন ছিল এখনো তেমনই রেখেছেন নাসুম। নতুন স্পিন কোচ মুশতাক আহমেদের কাছ শিখতে চান তিনি, ‘অবশ্যই (মুশতাক আহমেদের থেকে) শেখার চেষ্টা তো থাকবে। আমি আসলে উনার সম্পর্কে তেমন কিছু জানি না। যখন কাজ করব, তখন বুঝতে পারব। আমিও আমার সমস্যাগুলো উনার সঙ্গে শেয়ার করব। উনার কাছ থেকে ভালো কী নেওয়া যায়, সেটা... নতুন কোচের সঙ্গে কাজ শুরু করি, তারপর উনাকেই বলবোনে (কী শিখতে চাই)।’
এদিন নাসুমের সঙ্গে মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ১৩৫ রানে গুটিয় যায় ব্রাদার্স। রান তাড়ায় ২৩.২ ওভারে জয় পেয়ে যায় মোহামেডান। ৫ উইকেটের জয়ে ওপেনার ইমরুল কায়েস ৭১ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ৩ নম্বরে থেকে ডিপিএলের লিগ পর্ব শেষ করল মোহামেডান। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট সাদা-কালোদের।
- বিষয় :
- ডিপিএল
- ডিপিএল-২০২৪
- নাসুম আহমেদ