রিয়াল-ক্ষতে কি প্রলেপ দিতে পারবে ম্যানসিটি

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ১৩:১৫
প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাদের মূল ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু করা, অন্তত প্রতিযোগিতার কিং রিয়াল মাদ্রিদকে টপকে সেমিতে যাওয়া। কিন্তু সেই আশার গুড়ে বালি পড়ায় এখন তাদের ধ্যান-ধারণা এফএ কাপ নিয়ে।
প্রিমিয়ার লিগে যদি কোনো ভুল না করে, তাহলে সিটিরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে যদি এফএ কাপটা ঘরে তোলা যায়, তাহলে অন্তত দুধের স্বাদটা ঘোল দিয়ে হলেও মেটানো যাবে। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চেলসি ও সিটি। ওয়েম্বলিতে এই ম্যাচে সিটিকে আটকে দেওয়ার জন্য সব ধরনের কৌশল হাতে নিয়েছে ব্লুজরা। কারণ চেলসিরও একটা শিরোপা খুব দরকার।
যদিও ম্যানসিটির সঙ্গে এফএ কাপের অতীতটা মোটেও ভালো নয় চেলসির। আগের সাতবারের দেখায় পাঁচবারই এই সিটির কাছে হেরে বিদায় নিতে হয়েছে দলটির। সেদিক থেকে সিটিজেনরা আশায় বুক বাঁধতেই পারে। কেননা চেলসিকে তারা বলেকয়ে হারিয়েছে বহুবার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আটবারের দেখায় এই চেলসিকে ছয়বারই পরাজিত করে ম্যানসিটি। বাকি দুই ম্যাচ হয় ড্র।
সেমিফাইনাল ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় দুই দলের সামনেই রয়েছে সুযোগ। এই ম্যাচে আর্লিং হল্যান্ডকে নিয়ে রয়েছে শঙ্কা। রিয়ালের বিপক্ষে সবশেষ ম্যাচে যখন হল্যান্ডকে ৯০ মিনিটে গার্দিওলা তুলে নেন, তখন অনেকেই মনে করেছিলেন ম্যাচে প্রভাব রাখতে না পারাতেই হয়তো কৌশলের অংশ হিসেবে তাকে তুলে নিয়ে হুলিয়ান আলভারেজকে নামিয়েছিলেন সিটি বস।
তবে চেলসির বিপক্ষে সেমিফাইনালের আগে প্রেস কনফারেন্সে হল্যান্ডের চোট আছে বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, ‘কেভিন ঠিক আছে। আর্লিংয়ের ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কতটা ভালো অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব।’
- বিষয় :
- এফএ কাপ
- ম্যানচেস্টার সিটি
- চেলসি