ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট ট্রেনাররা 

ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট ট্রেনাররা 

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১১:৪৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ১১:৫২

জাতীয় দলে জিপিএস প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ার পর থেকে ক্রিকেটারদের ফিটনেস সচেতনতা বেড়েছে বলে মনে করেন ট্রেনাররা। কারণ ম্যাচের ভেতরেও কে কতটা পরিশ্রম করছেন, জিপিএসের ডেটা থেকে তার সঠিক চিত্র সহজেই পেয়ে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রযুক্তি সংযোজনে ক্রিকেটারদের ফাঁকিঝুঁকির পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। জিপিএসের ডেটা বিশ্লেষণ করে হাথুরুসিংহে চেষ্টা করছেন ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়াতে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়াও টাইগার প্রধান কোচের পরিকল্পনার অংশ বলে জানান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

জাতীয় দলের পুলের ক্রিকেটাররা টানা খেলার মধ্যে আছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া লিগে খেলছেন নাজমুল হোসেন শান্তরা। ব্যস্ততার কারণে আলাদা করে ফিটনেস নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে পারেননি। গত ছয় মাসে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাও হয়নি। যে কারণে ক্রিকেটারদের ফিটনেস সক্ষমতার প্রকৃত চিত্র কোচের ল্যাপটপে নেই। এই চিত্র পেতেই বঙ্গবন্ধু ও মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া বলে জানান লিপু। 

তিনি বলেন, “ফিটনেস টেস্টে তিন সংস্করণের ক্রিকেটাররা ছিলেন। খেলোয়াড়দের সবার ‘এন্ডুরেন্স অ্যান্ড স্ট্রেন্থ’ টেস্ট নেওয়া হয়েছে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে। ট্রেনার নাথান কাইল ডেটাগুলো সাজিয়ে কোচের কাছে দেবেন। সেগুলো বুঝে নিয়ে খেলোয়াড়দের প্রোগ্রাম দিতে পারেন। টেস্ট ক্রিকেটারদের প্রোগ্রাম দেওয়া হতে পারে। সাদা বলের ক্রিকেটারদের ট্রেনিংয়ে আলাদা আলাদা নির্দেশনা দেওয়াও হতে পারে। বিষয়টি নির্ভর করছে কোচের ওপর।” 

ফিটনেস টেস্টে ৩৫ ক্রিকেটার অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ধরনের রানিং হয়েছে। ১৬০০ মিটার দৌড়ে দমের সক্ষমতা যাচাই করা হয়েছে। ৪০ মিটার দৌড়ে দেখা হয়েছে ক্ষিপ্রতা। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার আর ইফতেখারুল ইসলাম জানান, ফিটনেস টেস্টের পারফরম্যান্স সন্তোষজনক। 

তুষার বলেন, ‘লম্বা সময় ধরে ক্রিকেটাররা খেলার মধ্যে রয়েছেন। সেদিকটা বিবেচনায় নিলে যে টাইমিং হয়েছে তাকে ভালো বলতে হবে।’ ১৬০০ মিটার দৌড়ে সবচেয়ে ভালো করেছেন তরুণ পেসার নাহিদ রানা। ৫ মিনিট ৪৮ সেকেন্ড সময় লেগেছে তাঁর। মুশফিকুর রহিম, লিটন কুমার দাসও মাঝামাঝি মানের পারফরম্যান্স করেছেন বলে জানান দুই ট্রেনার।

আরও পড়ুন

×