দিল্লির বিপক্ষে হায়দরাবাদের ব্যাটারদের ১০ কীর্তি

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১৩:৫৭
টি-টোয়েন্টি ক্রিকেটের সংজ্ঞাই বদলে দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। মাঠে নামলেই প্রায় প্রতি বলে চার এবং ছক্কা। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর গড়ে আবার নিজেরাই ভাঙছে তারা। এর আগে ২৭৭ ও ২৮৭ রানের দুটি ইনিংস উপহার দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আগের ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান করেছিলো তারা। গতকাল দিল্লিকে পেয়ে রান উৎসবে মেতে উঠেছিল হায়দরাবাদের ব্যাটাররা। এক পর্যায়ে মনে হয়েছিল, ৩০০ রান করা কেবল সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ পর্যন্ত তা হয়নি। দুর্দান্ত ব্যাটিং করা হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে তুলে ২৬৬ রান।
শনিবারের এই ম্যাচটিতে সব মিলিয়ে ১০টি রেকর্ড হয়েছে..
১) হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা দিল্লির বিপক্ষে প্রথম ৬ ওভারে তুলেছিলেন ১২৫ রান। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই কোনও দলের সর্বোচ্চ রানের নজির। এর আগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১০৫ রান তুলে ছিল কলকাতা।
২) শনিবার হেড ২৬ বলে ৮৪ রান করেছেন দলের ইনিংসের প্রথম ৬ ওভারে। পাওয়ার প্লেতে হায়দরাবাদের কোনও ব্যাটারের করা এটাই সর্বোচ্চ রানের নজির। তিনি ভেঙে দিয়েছেন স্বদেশীয় ডেভিড ওয়ার্নারের রেকর্ড। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লেতে ২৩ বলে ৬২ রান করেছিলেন ওয়ার্নার।
৩) দিল্লির বিপক্ষে হেড ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। অস্ট্রেলীয় ব্যাটার স্পর্শ করেছেন সঙ্গী ওপেনার অভিষেকের নজির। তিনিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। আইপিএলে হায়দরাবাদের আর কোনও ব্যাটার এত কম বল খেলে অর্ধশতরান করতে পারেননি। তবে এই ক্ষেত্রে আইপিএলের রেকর্ড রয়েছে রাজস্থান রয়্যালসের অভিষেক জয়সওয়ালের। তিনি ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন।
৪) আইপিএলে পাওয়ার প্লের মধ্যে এই নিয়ে তৃতীয় অর্ধশতরান পূর্ণ করেছেন হেড। একই নজির রয়েছে ক্রিস গেল এবং সুনীল নারিনের। তবে রেকর্ড রয়েছে ওয়ার্নারের দখলে। তিনি আইপিএলে ছ’বার পাওয়ার প্লের মধ্যে অর্ধশতরান পূর্ণ করেছেন।
৫) শনিবারের ম্যাচে পাঁচ ওভারের মধ্যে ১০০ রান তুলেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে আর কোনও দল এত দ্রুত ১০০ রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল চেন্নাই সুপার কিংসের। তারা ২০১৪ সালে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছয় ওভারে ১০০ রান তুলেছিল।
৬) দিল্লির বিপক্ষে প্রথম ১০ ওভারে শনিবার হায়দরাবাদের ব্যাটারেরা তুলেছেন ৪ উইকেটে ১৫৮ রান। আইপিএলের ইতিহাসে আর কোনও দল ১০ ওভারে এত রান তুলতে পারেনি। আগের রেকর্ডটিও ছিল হায়দরাবাদের দখলেই। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে তারা। এর আগে হায়দরাবাদ ১০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করে ২ উইকেটে ১৪৮ রান।
৭) শনিবার ১৪.৫ ওভারে ২০০ রান তুলেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে দ্রুততম ২০০ রানের তালিকায় প্যাট কামিন্সদের এই প্রচেষ্টা থাকছে তৃতীয় স্থানে। ২০১৬ সালে পাঞ্জাবের বিপক্ষে ১৪.১ ওভারে ২০০ রান তুলেছিল বেঙ্গালুরু। এ বছরই মুম্বইয়ের বিপক্ষে ১৪.৪ ওভারে ২০০ রান করেছিল হায়দরাবাদ।
৮) এই নিয়ে তৃতীয় বার ২৫০ বা তার বেশি রান করল হায়দরাবাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারেও ২০ ওভারের ক্রিকেটে তিন বার ২৫০ বা তার বেশি রান করেছে। অর্থাৎ ইংল্যান্ডের দলটির বিশ্বরেকর্ড স্পর্শ করল হায়দরাবাদ।
৯) শনিবারে ম্যাচে হায়দরাবাদের ব্যাটারেরা মোট ২২টি ছক্কা মেরেছেন। আইপিএলে এটাও একটা রেকর্ড। এর আগে বেঙ্গালুরুর বিপক্ষে হায়দরাবাদই ২২টি ছয় মেরেছিল এক ইনিংসে। নিজেদের রেকর্ডই স্পর্শ করেছে দিল্লির বিরুদ্ধে।
১০) শনিবার হায়দরাবাদে করা ২৬৬ রান আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় রানের নজির। এই ক্ষেত্রে রেকর্ডও তাদের দখলে। গত ২৭ মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান তুলেছিলেন কামিন্সরা।