চিতাবাঘের আক্রমণে প্রাণে রক্ষা জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের

ছবি- ফেসবুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২০:৩৭
আরও একবার প্রাণে বাঁচলেন জিম্বাবুয়ের জার্সিতে ১৪৭ ওয়ানডে খেলা সাবেক ক্রিকেটার গাই হুইটাল। হঠাৎ করে চিতাবাঘের আক্রমণের শিকার হন তিনি। পোষা কুকুরের সাহায্যে কোনো মতে বেঁচে ফিরেন তিনি। তবে মারাত্মকভাবে আহত হয়েছেন হুইটাল। যে কারণে সার্জারির প্রয়োজন হয়েছে।
সার্জারির পর বর্তমানে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল। হুইটালকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল তার পোষা কুকুর চিকারা। পোষা কুকরটিও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে। পুরো ঘটনাটি জানা গেছে হুইটালের স্ত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে।
স্বামীর মাথায় ব্যান্ডেজ এবং রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দিয়ে হুইটলের বিপদমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হানা। তিনি ডেইল মেইলকে বলেছেন, ‘সে খুব ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এবার চিতার। সে ভাগ্যবান যে চিকারা ওর সঙ্গে ছিল। না হলে কী হতো আমরা কেউ জানি না।’
হুইটালের স্ত্রীর করা পোস্ট থেকে জানা যায়, চিতা বাঘের সঙ্গে লড়াই করে যখন পারছিলেন না হুইটাল, তাদের কুকুর চিকারা সাহায্য করেন। কুকুরটি চিতা বাঘের সঙ্গে লড়াই না করলে আরও ক্ষতি হতে পারতো হুইটালের।
ঘটনার পর দ্রুত বিমানে করে হারারেতে এনে চিকিৎসা দেওয়া হয় হুইটালকে। এর আগেও ২০১৩ সালে একবার কুমিরের আক্রমণ থেকে বেঁচে যান তিনি। সেবার সকালে উঠে বিছানার নিচে ৮ ফুট লম্বা আর ১৬৫ কেজি ওজনের একটি কুমির দেখতে পান হুইটাল। তবে বিছানার ওপরে থাকায় সেই যাত্রায় বেঁচে যান তিনি।
১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৪৬ টেস্ট এবং ১৪৭ ওয়ানডে খেলেছেন হুইটাল। টেস্টের ২২০৭ রানের বিপরীতে ২৭০৫ রান করেছেন ওয়ানডেতে। তার ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংসটি ক্রিকেটের আদি সংস্করণে। বল হাতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫১টি। আর স্লো মিডিয়াম পেসে ওয়ানডেতে পেয়েছেন ৮৮ উইকেট।
- বিষয় :
- জিম্বাবুয়ে