লেভার হ্যাটট্রিকে বাঁচল বার্সা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ১০:৫৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ১৩:০০
এল ক্লাসিকোতে হারের পর ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের শুরুতে লিড নেওয়া বার্সা প্রথমার্ধে শেষে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সেখান থেকে লেভান্ডোভস্কির হ্যাটট্রিকে ৪-২ ব্যবধানের জয় পায় কাতালানরা।
অলিম্পিকোস লুইস স্টেডিয়ামে বার্সেলোনার শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ২২ মিনিটে রাফিনহার ক্রস থেকে দারুণ হেডারে স্বাগতিকদের এগিয়ে দেন ফেরমিন লোপেজ। তবে এরপরই বার্সার গোলরক্ষক টের স্টেগেনের ভুলে শুরু ভ্যালেন্সিয়ার ঘুরে দাঁড়ানো। ২৭ মিনিটে ডি বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে মিস করেন এই জার্মান গোলরক্ষক। ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ম্যাচের ৩৮ মিনিটে আরাউহোর ফাউলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। সফল স্পটকিকে ২-১ গোলের লিড এনে দেন পেপেলু।
তবে ভ্যালেন্সিয়া বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি। নিয়ন্ত্রণ হারিয়ে বক্সের বাইরে চলে যাওয়া বলে শট নেন লামিন ইয়ামাল। ঠেকাতে গিয়ে সেই বল লেগে যায় জিওর্জির হাতে। ভিএআরের ফলাফল শেষে ১০ জনের দলে পরিণত হতে হয় ভ্যালেন্সিয়াকে।
দ্বিতীয় হাফে পুরো খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ৪৯ মিনিটে গুন্ডোগানের কর্নার থেকে হেডে গোল করেন লেভান্ডোভস্কি। ম্যাচটি ২-২ সমতা থাকে ৮২ মিনিট পর্যন্ত। ৮২ মিনিটে পাওয়া কর্নার থেকে গোল করার চেষ্টা করেন আরাউহো। সেখান থেকে বল পেয়ে যান লেভা। যা হেডে বল জালে পাঠান তিনি। আর ম্যাচের বাড়ানো সময়ে দারুণ ফ্রি কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক ও বার্সার সহজ জয় নিশ্চিত করে এই পোলিশ স্ট্রাইকার। ক্যারিয়ারে এটি তার ৩০তম হ্যাটট্রিক। এতোদিন লুইস সুয়ারেজ ও লেভা সমান ২৯ হ্যাটট্রিক নিয়ে ছিলেন সর্বোচ্চ হ্যাটট্রিকধারীদের তালিকায় চার নম্বরে।
৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনাকে হটিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭১ পয়েন্ট জিরোনার। ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভ্যালেন্সিয়া। আর ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।
- বিষয় :
- বার্সেলোনা
- লা লিগা-২০২৪