ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টানা ১৪ জয়ে চ্যাম্পিয়ন আবাহনী 

টানা ১৪ জয়ে চ্যাম্পিয়ন আবাহনী 

ডিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এখন শিরোপা হাতে পাওয়ার অপেক্ষা। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২১:৫৬

সাকিব আল হাসানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিপদে ফেলে দিয়েছিল আবাহনী লিমিটেডকে। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল আবাহনীর। হারলে তাদের শিরোপার অপেক্ষা বাড়ত। 

অধিনায়ক মোসাদ্দেক হোসেন বোলারের মাথার ওপর দিয়ে বল সীমানা ছাড়া করে দলকে জয় এনে দেন। সঙ্গে টানা ১৪ ম্যাচ জিতে ডিপিএলের চ্যাম্পিয়ন করেন দলকে।

১৯৭৪ সালে প্রথম শিরোপা জিতেছিল আবাহনী। ওই হিসেবে এটি প্রথম শিরোপার ৫০তম বার্ষিকী শিরোপা  উদযাপন হলো দলটির। সব মিলিয়ে দলটির ২৩তম লিগ শিরোপা এটি। ২০১৩-১৪ মৌসুম থেকে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ষষ্ঠবার শিরোপা ঘরে তুলল আবাহনী। 

তারকা-সমৃদ্ধ দল গড়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করে সুপার লিগে ওঠে আবাহনী। সেখানেও দুই জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। জাতীয় দলের ক্যাম্প থেকে  ডেকে আনা আফিফ হোসেন ৮৮ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলে শেখ জামালকে দেওয়া ২৬৭ রানের টার্গেট নাগালে নিয়ে আসেন। আফিফ ও মোসাদ্দেক ৫০ রান যোগ করে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান। 

আরও পড়ুন

×