বিশ্বকাপে গ্রিন-আগারকে নিল অজিরা, নেই বিধ্বংসী ম্যাকগার্ক

অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক মিশেল মার্শ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৪ | ১০:৪৫ | আপডেট: ০১ মে ২০২৪ | ১০:৫৬
ডেভিড ওয়ার্নার তখন তরুণ। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে নজরে এসেছিলেন তিনি। জাতীয় দলে টি-২০ দিয়েই শুরু হয়েছিল যাত্রা। অস্ট্রেলিয়ার তরুণ বিধ্বংসী ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের ক্ষেত্রেও একই রকম প্রত্যাশা করা হয়েছিল। তাকে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন মাইকেল ক্লার্ক।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ডাক পাননি ম্যাকগার্ক। তার জায়গায় বৈচিত্র বিবেচনায় নেওয়া হয়েছে অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে। এছাড়া বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগার ১৫ জনের দলে জায়গা পেয়েছেন।
মিশেল মার্শ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। তার দেওয়া দল থেকে স্টিভ স্মিথ, অ্যারন হার্ডি, ম্যাথু শট, স্পেন্সার জনসনের মতো ক্রিকেটার বাদ পড়েছেন। আইপিএলে অফ ফর্মে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েল আছেন বিশ্বকাপে। স্টার্ক-কামিন্স-হ্যাজলউড ত্রয়ী নিয়ে পেস আক্রমণও অনুমিত।
দল নির্বাচনের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘অপ্রত্যাশিত ইনজুরি থেকে অ্যাস্টন আগার দলে ফিরেছে দেখে আমরা খুশি। স্টইনিস, গ্রিন, ম্যাক্সওয়েল ও মার্শদের মতো অলরাউন্ডারের ভিড়ে আসন্ন টুর্নামেন্টে আগার ভালো করবে বলে বিশ্বাস আমাদের। বিশ্বকাপ দলে অনেককে রাখতে পারিনি। তারা নজরে থাকবেন, দলে পরিবর্তন দরকার পড়লে তাদের ডাকা হবে।’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: মিশেল মার্শ, অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জোস হ্যাজলউড, ট্রাভিস হেড, জোস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল স্টার্ক, মার্কোস স্টইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।