রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের

জার্মানির লেভারকুসেন মিডফিল্ডার ফ্লোরিয়ান রার্টজের গোল উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৪ | ১০:০৩
লিগ ম্যাচে এক হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি হেরেছি ৩টি লিগ ম্যাচ। এসবের ভিড়ে বায়ার লেভারকুসেনের ৪৭ ম্যাচে অপরাজিত থাকা চমক জাগানিয়া বটেই। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ হারিয়েছে জাবি আলোনসোর দল।
ইতালির জায়ান্টদের মাঠ থেকে সহজে জিতে ফেরায় দলটি ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে ফেলেছে। অপরাজিত ফিফটির পথে ছোঁটা লেভারকুসেন ঘরের মাঠে দ্বিতীয় লেগে বড় ব্যবধানে না হারলেই ফাইনালে উঠে যাবে। ক্লাব ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ী দলটি এখন ইউরোপের শিরোপাসহ ট্রেবলের স্বপ্ন দেখতেই পারে।
লেভারকুসেন ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয়। দলটির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রার্টজ গোলটি করেন। ২১ বছর বয়সী মিডফিল্ডারের মৌসুমে এটি ১৮তম গোল। দ্বিতীয় গোলটি ম্যাচের দ্বিতীয়ার্ধে তুলে নেয় জার্মান ক্লাবটি। ম্যাচের ৭৩ মিনিটে যে গোলটি করেন রবার্ট এনড্রিচ।
ইতালির অন্য ক্লাব আটালান্টা ইউরোপার প্রথম লেগে ১-১ গোলে মার্সেইয়ের বিপক্ষে সমতা করেছে। ফ্রান্স থেকে সমতা নিয়ে যাওয়ায় দলটির জন্য ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে। আগামী ১০ মে আসরের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে।
- বিষয় :
- ইউরোপা লিগ-২০২৪
- বায়ার লেভারকুসেন