ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মায়ামি 

ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মায়ামি 

আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪ | ১৪:৫১

লিওনেল মেসির পর একে একে সের্গিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ক্লাবটি এখন বুড়োদের নিয়ে মিনি বার্সেলোনা। কাতালান শিবিরের না হলেও এবার মেসির আরেক সর্তীথকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন ইন্টার মায়ামির ডেভিড বেকহ্যাম। 

তিনি হলেন বেনফিকায় খেলা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। ৩৬ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাস তারকা চলতি মৌসুমের শুরুতে ইউরোপে নিজের প্রথম ক্লাব বেনফিকায় ফিরে আসেন। সেখানেও দারুণ খেলছেন তিনি। চলতি মৌসুমে তার গোল সংখ্যা ১৬। 

সংবাদ মাধ্যম ইএসপিএ আর্জেন্টিনা দাবি করেছে, কোপা আমেরিকার পর ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। এরপর আর মেসির পাশে খেলা হবে না তার। ওই সুযোগ করে দিতে তাকে দলে নিতে চায় ইন্টার মায়ামি। যদিও ডি মারিয়া বেনফিকায় ক্যারিয়ার শেষ করতে চান এমন একটা গুঞ্জনও আছে। 

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আক্রমণভাগে মেসি-সুয়ারেজ থাকলেও তাদের পক্ষে মৌসুমের প্রতিটি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। যে কারণে আক্রমণভাবে আরেকজন অভিজ্ঞ স্ট্রাইকার চায় ইন্টার মায়ামি। যদি চুক্তির বিষয়ে দুই পক্ষ সমঝোত হয় তাহলে কোপা আমেরিকার পরে যুক্তরাষ্ট্রের ফুটবলের বাজারের দরজা খুললেই কেবল এই চুক্তি সম্ভব।   

আরও পড়ুন

×