রকিকে নিয়ে বার্সার ‘উদ্ভট’ আচরণে ক্ষুব্ধ এজেন্ট

বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটর রকি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৪ | ২২:১৮
ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটর রকিকে মনে করা হচ্ছে আগামী দিনের তারকা। ৩০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনেছে বার্সেলোনা। শীতকালীন মৌসুমে কাতালান শিবিরে যোগ দিয়েই প্রথম চার ম্যাচে বদলি নেমেই দুই গোল করেছেন তিনি। এরপর আর বার্সার জার্সিতে দেখা যায়নি তাকে।
তরুণ এই স্ট্রাইকারকে নিয়ে খুশি নন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তার অনেক উন্নতি দরকার, বার্সার সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি রকিকে ধারে পাঠিয়ে ১৮ বছরের একাডেমি বয় মার্ক গুইকে আগামী মৌসুমে সুযোগ দিতে চান জাভি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রকির এজেন্ট আন্দ্রে কারি। বার্সেলোনাভিত্তিক রেডিও আরএসি-১-এ তিনি বলেন, ‘সবার বিশ্বাস রকির আরও খেলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু কেনো পাচ্ছে না তা কেউ জানে না। জাভি কখনও রকিকে কারণ বলেনি। আমার মনে হয়, এটা কোন পক্ষের জন্যই ভালো নয়। ছেলেটা আগের চেয়ে পরিশ্রম করছে এবং সুযোগের জন্য মুখিয়ে আছে।’
ভিনিসিয়াস জুনিয়রকে তার প্রতিভা দেখে কিনেছে রিয়াল মাদিদ্র। আড়াই বছর তাকে কেবল সুযোগই দিয়ে গেছে। ভিনি ড্রিবলিং করেছেন, গোল মিস করেছেন, সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু রিয়াল তার প্রতি আস্থা হারায়নি। ওই উদাহরণ টেনেছেন রকির এজেন্ট, ‘এখানকার সংবাদ মাধ্যমে অনেক বাজে কথা হয়। সেখানে যা বলা হচ্ছে তা সঠিক নয়। ভিনিকে দেখুন, আড়াই বছর সময় পেয়েছে। এখানে আড়াই মাসেই সকলে অধৈর্য্য।’
রকিকে ধারে পাঠাতে রাজি নন তার এজেন্ট। ধারে অন্য ক্লাবে খেলার জন্য তিনি বার্সাকে বেছে নেননি বলেও মন্তব্য করেছেন, ‘তার বার্সার সঙ্গে চুক্তি আছে। সে বার্সাতে খেলতে চাই বলেই দ্বিগুন অর্থের প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে। ধারে পাঠালে অন্য ক্লাব তার যত্ন নেবে না, তার ভালো-মন্দ ভাববে না, ইনজুরি হলে সঠিক পরিচর্যা পাবে না। আমি নিশ্চিত সে অনেক বড় খেলোয়াড় হবে। কিন্তু বার্সা, এই ক্লাব যদি সেটা হতে না দিতে চায়..., অবশ্যই আমাদের বিকল্প ভাবতে হবে।’
- বিষয় :
- ভিটর রকি
- বার্সেলোনা
- ফুটবল দলবদল-২০২৪