ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আটালান্টার দাপট, ফাইনালে সঙ্গী লেভারকুসেন 

আটালান্টার দাপট, ফাইনালে সঙ্গী লেভারকুসেন 

ফাইনালে উঠে শিষ্যদের সঙ্গে লেভারকুসেন কোচ জাবি আলোনসোর উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪ | ১০:৪৭

ইউরোপা লিগের সেমিফাইনালে রোমার মাঠ থেকে ২-০ গোলে জিতেছিল বায়ার লেভারকুসেন। দ্বিতীয় লেগেও জয়ের পথে ফেবারিট ছিল তারা। কিন্তু রোমা দুর্দান্ত কামব্যাক করে। পাল্টা কামব্যাকে ফাইনালে উঠেছে লেভারকুসেনও। দাপুটে জয়ে ফাইনালে তাদের প্রতিপক্ষ আটালান্টা। 

অ্যাওয়ে ম্যাচে ৬৬ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে জাবি আলোনসোর দল। শেষ সময়ে ২-২ গোলের সমতা করে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে ফাইনালে গেছে ট্রেবলে চোখ রাখা লেভারকুসেন। 

অন্য দিকে প্রথম লেগে মার্সেইয়ের মাঠ থেকে ১-১ গোলের সমতা করে ফেরা আটালান্টা ঘরের মাঠে দাপট দেখিয়েছে। ইতালির ক্লাবটি ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে। দুই লেগ মিলে ৪-১ গোলের জয়ে ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে। লেভারকুসেনের বিপক্ষে আগামী ২৩ মে শিরোপার লড়াইয়ে নামবে তারা। 

বৃহস্পতিবার রাতে লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায় ৪৩ মিনিটে ১-০ গোলের লিড নেয় রোমা। ৬৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে ২-০ গোলে এগিয়ে যায় তারা। চাপে পড়ে ঘরের মাঠে জয়সূচক গোলের জন্য লড়তে শুরু করে জাবির দল। ৮৭ মিনিটে আত্মঘাতী গোল থেকে ম্যাচে ফেরে তারা। ৯৭ মিনিটে গোল করে রোমার স্বপ্ন ভেঙে দেয়। 

অন্য দিকে আটালান্টা ৩০ মিনিটে প্রথম লিড নেয়। ৫২ মিনিটে দ্বিতীয় গোল করে ফাইনালের ফেবারিট হয়ে যায়। যোগ করা সময়ে গোল করে বড় জয় তুলে নেয় তারা। 

আরও পড়ুন

×