ম্যানইউকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০৯:৫৯
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ভাবা হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনালের ম্যাচটিকে। এই ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের জয়ের প্রত্যাশায় ছিল ম্যানচেস্টার সিটিও। আর্সেনালের পয়েন্ট হারালেই ট্রফিতে এক হাত রাখতে পারত সিটি। তবে সিটিকে সে সুযোগ দিল না এমিরেটসের দলটি।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ইউনাইটেডকে ১-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে আসলো মিকেল আর্তেতার দল। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট এখন ৮৬। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৮৫। দলটির হয়ে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড।
আগামী সপ্তাহে শেষ রাউন্ডে ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে ২০ বছর আগে সবশেষ লিগ শিরোপা জেতা আর্সেনাল। আর সিটি তাদের বাকি দুই ম্যাচে খেলবে টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে আর্সেনাল। দারুণ ছন্দে থাকা ট্রোসার্ডের গোলে ২০ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে প্রায় সমানতালে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। কেউই অবশ্য প্রতিপক্ষকে খুব কঠিন পরীক্ষায় ফেলতে পারছিল না। তাতে আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।