ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৫০ ম্যাচে অপরাজিত লেভারকুজেন, আর ১টি জিতলেই ইতিহাস

৫০ ম্যাচে অপরাজিত লেভারকুজেন, আর ১টি জিতলেই ইতিহাস

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১২:৫১

এই মুহুর্তে ইউরোপের অন্যতম শাসক দল বায়ার লেভারকুজেন। ইতিহাস গড়ে বুন্দেসলিগা জেতা হয়ে গেছে আগেই। এবার নতুন ইতিহাস গড়ার পথে জাভি আলোনসোর দল। লিগে নিজেদের ৩৩তম ম্যাচে এসেও অপরাজিত তারা। বোখুমকে ৫-০ গোলে হারিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে লেভারকুজেন। এমন বাধাহীনভাবে ছুটে চলার সুযোগ আর ক’টা ক্লাবের হয়।

লেভারকুজেনের সামনে এখন হাতছানি অসাধারণ এক অর্জনের। আরেকটি প্রথম থেকে এখন তারা স্রেফ এক ম্যাচ দূরে। বুন্দেসলিগার ইতিহাসে কখনও কোনো দল অপরাজিত থেকে লিগ শেষ করতে পারেনি। লেভারকুজেন এবার ৩৩ ম্যাচের ২৭টি জিতেছে, ড্র করেছে ৬টি। আগামী শনিবার অগসবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ইতিহাস গড়ে ফেলবে আলোন্সোর দল।প্রথম ক্লাব হিসেবে পুরো মৌসুম অপরাজিত থেকে শিরোপা জেতার নতুন মাইলফলল ছোঁবে লেভারকুজেন। ১৯৮৬-৮৭ ও ২০১২-১৩ মৌসুমে মাত্র একটি লিগ ম্যাচ হেরেছিল বায়ার্ন মিউনিখ। এখন পর্যন্ত সেটিই রেকর্ড হয়ে আছে।

আগামী ২২ মে ইউরোপা লিগের ফাইনালে আটালান্টার মুখোমুখি হবে লেভারকুজেন। এর তিনদিন পর জার্মান কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ কাইজার্সলটার্ন। লিগ, ইউরোপা লিগ ও জার্মান কাপ মিলিয়ে সবশেষ ৩ ম্যাচে হার এড়াতে পারলেই পুরো মৌসুম অপরাজিত থেকেই অবিশ্বাস্য এক কীর্তি গড়বে লেভারকুজেন।

আরও পড়ুন

×