ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অ্যালিস্টারের ক্লান্তির কারণেই জয়হীন লিভারপুল? 

অ্যালিস্টারের ক্লান্তির কারণেই জয়হীন লিভারপুল? 

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাক অ্যালিস্টার। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪ | ০৯:২৯

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের অন্যতম দাবিদার ছিল লিভারপুল। মৌসুমের শেষ দিকে এসে লিগ, ইউরোপা লিগ; সব লড়াই থেকে একে একে ছিটকে গেছে জার্গেন ক্লপের দল। 

ক্লান্তিকে যার কারণ মনে  করা হচ্ছে। আসরে দলটির সেরা পারফর্মার ম্যাক অ্যালিস্টারের ক্লান্তির কারণেই নাকি সোমবার লিভারপুল জয়হীন রাত কাটিয়েছে। 

অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুল ম্যাচের ৪৮ মিনিটে ৩-১ গোলের লিড নেয়। কিন্তু ৮৫ ও ৮৮ মিনিটে  গোল করে ম্যাচ সমতা করে ফেলে উনাই এমেরির দল। 

এর মধ্যে সমতা সূচক গোলটি এসেছে লিভারপুল মিডফিল্ডার অ্যালিস্টারের ভুল পাস থেকে। শুধু ওই ভুল পাস নয় দ্বিতীয়ার্ধজুড়ে অ্যালিস্টার বেশ বাজে ফুটবল খেলেছেন। 

ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডার ও রেডসদের নাম্বার টেনের ক্লান্তি স্পষ্ট ছিল। তবু তাকে বদলি না করায় জার্গেন ক্লপের কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। অথচ মৌসুম জুড়ে ম্যাক অ্যালিস্টার পারফরম্যান্সের সুবাদে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডারের তকমাই পাবেন। শেষে এসেই যেন দলের মতো পথ হারালেন তিনিও।

আরও পড়ুন

×