ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্পার্সদের হারিয়ে শিরোপায় এক হাত ম্যানসিটির 

স্পার্সদের হারিয়ে শিরোপায় এক হাত ম্যানসিটির 

টটেনহ্যাম-ম্যানসিটির ম্যাচের দৃশ্য। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪ | ১০:২৮ | আপডেট: ১৫ মে ২০২৪ | ১৫:০৫

লিগের শেষ ম্যাচে প্রিমিয়ার লিগের শিরোপা সুরাহা হবে। এটা কাগজ-কলমের হিসাব। বাস্তবতা হলো- টটেনহ্যামের মাঠ থেকে ২-০ গোলে জিতে শিরোপা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। 

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে সিটিজেনদের আটকে রেখেছিল টটেনহ্যাম। পুরো সময় তাদের আটকে রাখতে পারলে অর্থাৎ ম্যাচে সমতা হলেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে ফেবারিট হয়ে যেত আর্সেনাল। কিন্তু ম্যাচের ৫১ মিনিটে আর্লিং হালান্ড গোল করে স্পার্সদের সঙ্গে গানারদের হৃদয় ভাঙেন। 

যোগ করা সময়ে হালন্ড দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন। তার ওই গোল আসে পেনাল্টি থেকে। এ নিয়ে ৩৭ লিগ রাউন্ড শেষে ম্যানসিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৮৮। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮৬। লিগের শেষ রাউন্ডে ফোডেন-হালান্ডরা ঘরের মাঠে ওয়েস্টহামের মুখোমুখি হবে। শেষ ম্যাচে আর্সেনাল নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন

×