জার্মান ফুটবলে ‘ইনভিন্সিবল’ লেভারকুজেনের ইতিহাস

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ১১:৪৪ | আপডেট: ১৯ মে ২০২৪ | ১২:২১
জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়লো বায়ার লেভারকুজেন। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকেই পুরো মৌসুম শেষ করেছে তারা। লিগের সর্বশেষ ম্যাচে আউগসবুর্গকে ১-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে অন্তত ৩০ ম্যাচের মৌসুমে অপরাজিত থাকার (ইনভিনসিবল) চতুর্থ ঘটনা এটি। একবিংশ শতাব্দীতে তৃতীয়।
খেলার জগতে ‘ইনভিন্সিবল’ শব্দটা বললে সবার আগে মনে পড়ে আর্সেন ওয়েঙ্গারের সেই কিংবদন্তি দলটার কথা। ২০০৩-০৪ মৌসুমে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ না হেরে শিরোপা জিতেছিল আর্সেনাল। একবিংশ শতাব্দীতে শীর্ষ পাঁচ লিগে অপরাজিত থেকে লিগ জেতার রেকর্ড ছিল আর একটিই। ২০১১–১২ মৌসুমে সেই কীর্তি দেখিয়েছিল জুভেন্টাস। এবার তৃতীয় দল হিসেবে সেটি গড়েছে বুন্দেসলিগার দল বেয়ার লেভারকুজেন।
চলতি লিগ মৌসুমে ৩৩ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্র পেয়েছে লেভারকুজেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৫১ ম্যাচে অপরাজিত রয়েছে। আরও এক ইতিহাস গড়ার হাতছানি অপেক্ষা করছে তাদের সামনে। এরইমধ্যে বেনফিকাকে পেছনে ফেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে তারা। মৌসুমে আর দুটি ম্যাচ বাকি তাদের। দুটিই ফাইনাল। একটি জার্মান কাপ। অন্যটি ইউরোপা লিগ। এই দুই ফাইনাল জিতে অপরাজিত ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়বে তারা।
এদিন ম্যাচের পর লেভারকুজেনের কাছে বুন্দেসলিগা ট্রফি তুলে দেওয়া হয়। পরে ট্রফি নিয়ে গ্যালারির দর্শকের সঙ্গে উদ্যাপন করেন দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা। বুন্দেসলিগায় গত ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ দ্বিতীয়ও হতে পারেনি। ৭২ পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান তিনে, ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্টুটগার্ট। ইনভিন্সিবল লেভারকুসেনের পয়েন্ট ৯০।
- বিষয় :
- বায়ার লেভারকুসেন
- বুন্দেসলিগা