সালাম মুর্শেদীকে ফিফার সাজা, সোহাগের নিষেধাজ্ঞা বাড়ল

বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক সোহাগ।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১৯:৪৯ | আপডেট: ২৩ মে ২০২৪ | ২০:০৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা বেড়েছে। এছাড়া বাফুফের আরও তিন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা।
দেশে ফুটবলের উন্নয়নে ফিফার দেওয়া ফান্ডের অনিয়ম করায় তারা এই সাজা পেয়েছেন। বৃহস্পতিবার ফিফা এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
সালাম মুর্শেদীকে ফিফা ১০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে। তার বিরুদ্ধে ফিফা প্রতিবেদনের ১৪ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। যে ধারায় সাধারণ কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে তিন বছর সকল ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সঙ্গে ২০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা করেছে। এর আগে ফান্ড অনিয়মের দায়ে তাকে ফিফা দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল এবং ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল।
বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন এবং বাফুফের ফুটবল অপারেশন্সের সাবেক ব্যবস্থাপক মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নেওয়া থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তারা প্রতিবেদনের ১৪ (সাধারণ কর্তব্য), ১৬ (বিশ্বস্ততা) ও ২৫ (জালিয়াতি ও মিথ্যাচার) ধারা ভঙ্গ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তাদের ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
বাফুফের ক্রম কর্মকর্তা ইমরুল হাসান শরিফকে সাজা দেয়নি ফিফা। তবে তাকে ভবিষ্যতে কোন ভুল না করার জন্য সতর্ক বার্তা দিয়েছে। এছাড়া ফিফার ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
- বিষয় :
- বাফুফে
- আব্দুস সালাম মুর্শেদী