আইপিএল ফাইনাল
টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

ছবি- বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৯:৪১ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১৯:৪৪
সেই ২২ মার্চ শুরু, দুই মাসের বেশি সময় পর অন্তিমলগ্নে সপ্তদশ আইপিএল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শিরোপা নির্ধারক ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে হায়দরাবাদ। রাজস্থানের বিপক্ষে ইমপ্যাক্ট সাবে খেলতে নেমে ম্যাচসেরা হওয়া শাহবাজ আহমেদকে মূল একাদশে রাখেননি কামিন্স। অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দরাবাদকে হারানো একাদশ নিয়ে তৃতীয় শিরোপা জিততে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স।
হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল থ্রিপাঠী, এইডেন মারক্রাম, হেনরিক ক্লাসেন, নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেভ উনাদকাট ও টি নাতারাজন।
কলকাতা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, ভাইভাভ আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
- বিষয় :
- আইপিএল-২০২৪