গম্ভীর-গাম্ভীর্যে কলকাতার সাফল্য

ছবি- সংগৃহীত
সুমন মেহেদী
প্রকাশ: ২৮ মে ২০২৪ | ০৯:২৮
‘হারলেই কেউ হতভাগা হন না, ঘুরে দাঁড়াতে হয়; খেলাধুলা এই শিক্ষা দেয়।’ কথাটা শাহরুখ খানের। আইপিএলের তৃতীয় শিরোপা জয়ের পর বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক বলেন, ‘এই ঘুরে দাঁড়ানোর মানসিকতার কারণেই আমি ক্রীড়াবিদ হতে চেয়েছিলাম, অভিনেতা নয়। গত মৌসুমে কেকেআর সাতে শেষ করেছিল। এবার তারা চ্যাম্পিয়ন, যা ঘুরে দাঁড়ানোর উদাহরণ।’
চ্যাম্পিয়ন হতে নতুন খেলোয়াড় কেনা, তাদের ওপর আস্থা রাখা, সেরাটা বের করে আনার সঙ্গে ঠিকঠাক পরিকল্পনা নিতে হয়েছে কেকেআরের। যার পেছনে আছেন ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী এবং খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে কেকেআরের শিরোপাজয়ী গৌতম গম্ভীর। তিনি দলটির মেন্টরের ভূমিকা পালন করেছেন। টোটকা হিসেবে কাজ করেছে তার ‘গাম্ভীর্য’ নীতি।
যার ধারণা মেলে টুর্নামেন্ট সেরা সুনীল নারিনের বক্তব্যে। আসরের নবম সর্বোচ্চ ৪৮৮ রান ও ১৭ উইকেট নেওয়া নারিন বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগ মিলিয়ে ক্রিকেটটা এখন উপভোগ করছি। ব্যাটিংয়ে আমার কাজ ছিল স্বাধীনভাবে খেলা। এর পেছনে সাপোর্ট স্টাফ বিশেষ করে গম্ভীর বড় ভূমিকা রেখেছেন। তিনি বলেছিলেন, ‘ক্রিজে গিয়ে ব্যাটিং উপভোগ করো। কয়েকটা ম্যাচ জেতাও, পুরো মৌসুম তোমাকে ভালো খেলতে হবে না। এই কথাটা কাজে দিয়েছে।’
গম্ভীর সেরাটা বের করে নিয়েছেন অলরাউন্ডার রমনদীপ সিংয়ের থেকেও। তাঁকে পরিষ্কার বার্তা দিয়ে সাত ও আটে ব্যাটিংয়ের দায়িত্ব দেওয়া হয়। ওই পজিশনে আসরজুড়ে ৬২ বল খেলে ১২৫ রানের ধামাকা দিয়েছেন রমনদীপ। আবার রেকর্ড দামের মিচেল স্টার্ক আসরের শুরুতে হাত খুলে রান দিলেও ভরসা হারাননি গম্ভীর। সেমিফাইনাল-ফাইনাল জিতিয়েছেন ওই স্টার্কই। বাজির ঘোড়া ফিল সল্ট বাজিমাত করেছেন। যখনই দরকার পড়েছে রান করে দিয়েছেন ভেঙ্কেটেশ আয়ার ও রিংকু সিংরা। ইনজুরির কারণে গত মৌসুমে খেলতে পারেননি অধিনায়ক শ্রেয়াস আয়ার। ফিট থেকে তাঁর পুরো মৌসুম খেলতে পারা ও নেতৃত্ব দেওয়াও রেখেছে বড় ভূমিকা।
কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়াস আয়ারদের কৌশল ছিল ‘গাম্ভীর্য’ নিয়ে খেলা। শরীরী ভাষায় ভাবটা ধরে রাখা আর মাঠে সাহস দেখানো। গম্ভীর নাকি তথ্য-পরিসংখ্যানের ধার ধারেন না। নামের মতো তাঁর কৌশলই গাম্ভীর্য নিয়ে খেলা। তিনি ইউটিউব চ্যানেলে অশ্বিনকে বলেন, ‘আমি তথ্যে বিশ্বাস করি না।’ সাবেক সতীর্থ পীযূষ চাওলার দাবিও এমনই, ‘অনেকে ভালো ক্রিকেট খেলার কথা বলেন। কিন্তু গম্ভীর কেবল ফলাফল বোঝেন। তিনি তথ্য-উপাত্তে মেতে থাকেন না, গাম্ভীর্য নিয়ে চলেন। সঠিক সময়ে সঠিক লোকটা খুঁজে নেন।’
- বিষয় :
- আইপিএল-২০২৪
- কলকাতা নাইট রাইডার্স