ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ

৯ জন নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া!

৯ জন নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া!

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ০৯:৩৩

আইপিএলে টানা খেলার ধকল কাটানোর জন্য ছুটি চেয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। এর প্রভাব পড়তে যাচ্ছে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি পর্বে। ছুটির কারণে ১৫ জনের স্কোয়াডের মধ্যে প্রস্তুতি ম্যাচে ৯ জনকে পাচ্ছে অসিরা। একাদশ মেলাতে হলে কোচিং স্টাফদের নামতে হবে। হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলিকে ফিল্ডিং করতে দেখা যেতে পারে।

আইপিএলের ফাইনালে ছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড; প্লে-অফে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। এই পাঁচজনকে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু দিন ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া মার্কাস স্টয়নিস এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই এই ছয়জনকে ছাড়া প্রস্তুতি ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। 

আইসিসির নিয়মের কারণে ‘ট্রাভেল রিজার্ভ’ হিসেবে দলের সঙ্গে থাকা জেইক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ম্যাথু শর্টও প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে নামিবিয়ার বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। একই মাঠে শুক্রবার স্বাগতিক উইন্ডিজের মুখোমুখি হবে তারা। 

তবে বিশ্বকাপ শুরুর আগেই এই ছয়জন বার্বাডোজে দলের সঙ্গে যোগ দেবেন। প্রস্তুতি ম্যাচে সবাইকে না পেলেও চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বরং আইপিএলে ব্যস্ত সতীর্থদের বিশ্রামের প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।

আরও পড়ুন

×