ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝড়ে লন্ডভন্ড স্টেডিয়াম, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল 

ঝড়ে লন্ডভন্ড স্টেডিয়াম, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল 

ভেঙে পড়েছে বিগ স্ক্রিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১৯:৫৮ | আপডেট: ২৮ মে ২০২৪ | ২১:০৭

বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। 

মঙ্গলবার স্থানীয় সময় সকালে ডালাসে ৮০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হেনেছে। সঙ্গে ছিল জোর বৃষ্টি। এতে গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বিগ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে। মাঠ প্রস্তুত করে খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে।

বিসিবি বার্তায় জানানো হয়েছে, বৈরি আবহাওয়া এবং ম্যাচ পরিচালনার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম গা গরমের ম্যাচটি স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। ওই স্বাগতিকদের বিপক্ষেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ফেলে আইসিসি। শান্ত-লিটনদের পরবর্তী প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে ১ জুন। এরপর ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।

আরও পড়ুন

×