ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চমক সুজন, ফিরেছেন তারিক-মোরসালিন

চমক সুজন, ফিরেছেন তারিক-মোরসালিন

জাতীয় দলে ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ১৩:৩৬ | আপডেট: ৩১ মে ২০২৪ | ১৬:৪৬

জাতীয় দলে ডাক পাওয়ার সংবাদটি প্রথম শুনেছেন ক্লাব সতীর্থ মুরাদের কাছ থেকে। তখনও বিশ্বাস হচ্ছিল না মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক সুজন হোসেনের। একটু পর খেলোয়াড় তালিকায় নিজের নাম দেখার পর কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলেন। ঘোর কাটিয়ে ওঠে ফোন দেন বাবা-মাকে। 

খুশির খবর জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পাওয়া এ গোলরক্ষক, ‘প্রতিটি দিন আল্লাহর কাছে চাইতাম, যেন জাতীয় দলে সুযোগ পাই। এ রকম একটা সংবাদের জন্য বহুদিন অপেক্ষা করেছিলাম। অপেক্ষার অবসানের পর পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরেছে। চ্যালেঞ্জ থাকবে ভালো করার। আমি তৃতীয় গোলরক্ষক, তাই আমার কাছে চ্যালেঞ্জ থাকবে যেন এক নম্বর হতে পারি। নিজের পারফরম্যান্স ধরে রাখতে হবে আমাকে।’

সুজন যেখানে প্রথমের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত, সেখানে বাদ পড়ার যন্ত্রণায় আনিসুর রহমান জিকো। বসুন্ধরা কিংসের সেরা একাদশে ঠাঁই না পাওয়া জিকো এবার লাল-সবুজের জার্সিতেও উপেক্ষিত। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গতকাল হ্যাভিয়ের ক্যাবরেরার ঘোষিত ২৬ সদ্যসের প্রাথমিক দলে জিকো ছাড়াও বাদ পড়েছেন সুমন রেজা, জায়েদ হোসেন এবং আরমান ফয়সাল আকাশ।

চোট কাটিয়ে ফিরেছেন ডিফেন্ডার তারিক রায়হান কাজী এবং ফরোয়ার্ড শেখ মোরসালিন। দলে ডাক পাওয়া ফুটবলাররা ১ জুন ক্যাম্পে রিপোর্ট করবেন। পরদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে নামবেন তারা।

৬ জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়া এবং ১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে গ্রুপ ‘আই’ এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। কার্ডের নিষেধাজ্ঞায় সকারুদের বিপক্ষে বিশ্বনাথ ঘোষ এবং মজিবুর রহমান জনি খেলতে না পারলেও লেবানন ম্যাচের জন্য তাদের দলে নিয়েছেন ক্যাবরেরা। আর চোটের কারণে স্বাভাবিকভাবেই নেই ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম।

তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে দল গড়তে গিয়ে সর্বশেষ শেষ হওয়া ঘরোয়া মৌসুমের অনেক ম্যাচ দেখেছেন বাংলাদেশ কোচ। দল চূড়ান্ত করার আগে ক্যাবরেরাকে চোট এবং পারফরম্যান্স নিয়ে কাজ করতে হয়েছে। ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তারিক এবং মোরসালিনের অভাব অনুভব করেছিল দল। চোট কাটিয়ে অনেক আগেই কিংসের জার্সি গায়ে জড়িয়েছেন মোরসালিন।

আর বুধবার শেখ রাসেলের বিপক্ষে বদলি হিসেবে খেলেছিলেন বসুন্ধরার তারিক। এর পরই এ দু’জনকে দলে নেওয়াটা চূড়ান্ত করেন ক্যাবরেরা। আর স্বাধীনতা, ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগে গোলপোস্টের নিচে সুজন হোসেন ছিলেন দুর্দান্ত। তিনটি প্রতিযোগিতায় মোহামেডান রানার্সআপ হওয়ার পেছনে সুজনের অবদান ছিল অনেক।

ফুটবলের পরিবার থেকে বেড়ে ওঠা গোলরক্ষক সুজন। তাঁর মামা ডিফেন্ডার সোহেল রানা জাতীয় দলে খেলছেন। ছোট ভাই পাপ্পু হোসেন আবাহনীতে গোলরক্ষকের ভূমিকায়। সুজনের চেয়ে এক-দেড় বছর পর ফুটবল শুরু করা পাপ্পু কিন্তু আগেই লাল-সবুজের জার্সিতে সুযোগ পেয়েছেন।

তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই মেহেদি হাসান দ্বিতীয় বিভাগের ক্লাব দিলকুশা স্পোর্টিংয়ে খেলছেন। মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণকে টেক্কা দিয়ে জাতীয় দলে খেলাটা যে কঠিন, তা সহজেই অনুধাবন করছেন সুজন। তবে এক নম্বর হতে লড়াই করবেন বলে জানান তিনি, ‘আমি জানি চ্যালেঞ্জটা আমাকে ভালোভাবে নিতে হবে। কারণ শ্রাবণ-মিতুল ইতোমধ্যে তিন-চার বছর বা আরও বেশিদিন হয়ে গেছে জাতীয় দলে। তাদের বিট করাটা আমার জন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’

বাংলাদেশ দল : মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, সুজন হোসেন, তপু বর্মণ, তারিক রায়হান কাজী, রিমন হোসেন, মেহেদি হাসান মিঠু, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভূঁইয়া, কাজেম শাহ কিরমানি, মোহাম্মদ হৃদয়, চন্দন রয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ আব্দুল্লাহ, রফিকুল ইসলাম ও রাব্বী হোসেন রাহুল।

বাদ : আনিসুর রহমান জিকো, সুমন রেজা, জায়েদ হোসেন, আরমান ফয়সাল আকাশ
নতুন মুখ : গোলরক্ষক সুজন হোসেন
ফিরেছেন : তারিক কাজী, শেখ মোরসালিন, রিমন হোসেন, মেহেদি হাসান মিঠু, সুশান্ত ত্রিপুরা ও মোহাম্মদ আব্দুল্লাহ

আরও পড়ুন

×