চোটে ফ্রেঞ্চ ওপেন শেষ জকোর

রজার জোকোভিচ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২২:২৭ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ২২:৪১
রাফায়েল নাদাল প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় পথটা অনেকটাই খোলা ছিল নোভাক জকোভিচের। অনেকে ধরেও নেন এবার ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের শিরোপাটা তাঁর হাতেই উঠছে। কিন্তু চোট সেটা হতে দিল না!
গতকাল রাতে হঠাৎ এক বার্তায় জানিয়ে দিলেন হাঁটুর চোটের কারণে আর খেলা হচ্ছে না তাঁর। এমন সময় থামলেন তিনি, যখন সেমি থেকে মাত্র একটা জয় দূরে। চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোতে গিয়েই কোর্টে চোটে পড়েছিলেন জকোভিচ। সেই চোটের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় ধরা পড়া হাঁটুর চোট গুরুতর। সে জন্য আর ঝুঁকি নিতে চাননি তিনি। সরে যান নিজে থেকেই।
রজার ফেদেরার বিদায় নেওয়ার পর নোভাক জকোভিচ আর নাদালকে ঘিরেই ছিল দর্শকদের আশা। কিন্তু কয়েক বছর ধরে চোট বেশ ভোগাচ্ছে নাদালকে। হয়তো তিনিও হুট করে একদিন বলে দেন গুডবাই।
এর মধ্যে জকোর সামনে ছিল সহজ পথ। কিন্তু তাঁকেও এবার ছাড়তে হলো পথ। চোট যদি ততটা গুরুতর না হয়, তাহলে হয়তো বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনে দেখা যাবে তাঁকে। সেই কোর্টটা তাঁর কাছে ভালোই মধুর। যেখানে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন। শুধু ইউএস ওপেন আর ফ্রেঞ্চ ওপেনই জকোভিচের কাছে খানিকটা অতৃপ্তির। যে দুই কোর্টে খুব একটা চ্যাম্পিয়ন বেশে উদযাপন করা হয়নি তাঁর।
- বিষয় :
- ফ্রেঞ্চ ওপেন
- নোভাক জকোভিচ