ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছক্কা পায়ে লেগে ক্ষত, সমবেদনা জানালেন হৃদয় 

ছক্কা পায়ে লেগে ক্ষত, সমবেদনা জানালেন হৃদয় 

ছবি: হৃদয়ের ফেসবুক থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ১৬:৪৯

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের ছোট্ট জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ১২৫ রানের লক্ষ্যে নেমে কষ্টে জিতলেও ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। তার ইনিংসে ছিল ৪ ছক্কা। 

ওই ৪ ছক্কার একটি গ্যালারিতে থাকা এক বাংলাদেশি ভক্তের পায়ে গিয়ে লাগে। সেখানে ক্ষতও তৈরি হয়। ম্যাচ শেষে তার সাক্ষাৎকার প্রচার হয় সংবাদ মাধ্যমে। সেখানে তিনি জানান, পায়ে ক্ষত তৈরি হলেও বাংলাদেশ জয় পাওয়ায় ব্যথা পাননি তিনি। 

ভক্তের ক্ষতের ওই ছবি দেখেছেন তাওহীদ হৃদয়ও। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্ট করে সমবেদনা  জানিয়েছেন, ‘ছবিগুলো একজন পাঠালো, যা মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।’ 

তিনি আরও লেখেন, ‘প্রিয় ভাই, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি। কিন্তু সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’ 

আরও পড়ুন

×