নাম্বার নাইন দখলের বার্তা এনড্রিকের

গোল করে নাম্বার নাইন উচিয়ে ধরেন এনড্রিকে। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১৩:২১ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ১৩:২১
রোমারিও, রোনালদো দ্য ফেনোমেননের নাম্বার নাইন। পরবর্তীতে ওই জার্সি উঠেছে আদ্রিয়ানো, ফ্রেড, গ্যাব্রিয়েল জেসুস থেকে রিচার্লিসনের গায়ে। কিন্তু কেউই রোমারিও-রোনালদো তো দূরে থাক তাদের ধারে কাছে যেতে পারেননি।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ওই আসরে নয় নম্বর জার্সি পরেছিলেন রোনালদো। পরের আসরেও ছিলেন তিনি। কিন্তু ২০১০ থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নাম্বার নাইন যাদের গায়ে উঠেছে তারা চরমভাবে হতাশ করেছে ভক্তদের।
এবার ওই জার্সি পেতে যাচ্ছেন তরুণ এনড্রিকে। কোপা আমেরিকা শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। তার আগে দেশের জার্সিতে প্রমাণ করার পালা তার। যদিও টানা তিন ম্যাচে গোল করে ১৮ বছরের তরুণ নতুন দিনের বার্তা দিয়েছেন। সঙ্গে দিয়েছেন নয় নম্বর জার্সি দখলের বার্তাও।
ব্রাজিলের কোপা আমেরিকার দলে স্ট্রাইকার হিসেবে আছেন এনড্রিকে ও ইভানিলসন। গ্যাব্রিয়েল জেসুস ও রিচার্লিসন বাদ পড়েছেন। যে কারণে কোপায় এনড্রিকে খেলবেন নয় নম্বর জার্সি পরে। তবে ওই জার্সি এখনও পাকা হয়নি তার নামে। এমনকি শুরুর একাদশেও তার জায়গা পাকা নয়।
মেক্সিকোর বিপক্ষে বদলি নেমে শেষ বাঁশির ঠিক আগে গোল করেন পালমেইরাস মাতানো এনড্রিকে। দলকে জিতিয়ে বুনো উল্লাস করেন তিনি। জার্সি খুলে ছুটে যান গ্যালারির দলে। সতীর্থদের সঙ্গে উদযাপন করেন। এরপর জার্সি গ্যালারির দর্শকদের দিকে উচিয়ে ধরেন। কাকতালীয়ভাবে হোক কিংবা ইচ্ছেকৃত তরুণ এন্ড্রিক নিশ্চয় জার্সি উচিয়ে ‘এখন থেকে এই নাম্বার নাইনের মালিক আমি’ এমন বার্তা দিতে চেয়েছেন। কোপা আমেরিকায় পারফরম্যান্স করতে পারলে জার্সিটা তারই হয়ে যেতে পারে।
- বিষয় :
- কোপা আমেরিকা-২০২৪
- এনড্রিক