ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোপা আমেরিকা-২০২৪

কোপা আমেরিকা-২০২৪

অশ্রুসিক্ত চোখে স্বপ্নের মতো বিদায় ডি মারিয়ার

আগেই জানিয়েছিলেন, এবারের কোপা শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফাইনালের আগেও সতীর্থদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তার হাতে তুলে দেওয়া হয় স্পেশাল জার্সিও। এরপর আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতিটি ফাইনালের মতো নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তিনি। চোটের কারণে মেসি মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার আক্রমণভাগকে সামনে থেকে তিনিই নেতৃত্ব দিয়েছেন। গোল না পেলেও ফেরেননি খালি হাতি। জাতীয় দলের জাসিতে শেষটা রাঙালেন কোপা আমেরিকার শিরোপা জিতে। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। 

আপডেটঃ ১৫ জুলাই ২০২৪ | ১১:৩৩
অশ্রুসিক্ত চোখে স্বপ্নের মতো বিদায় ডি মারিয়ার

লাওতারোর গোলে আর্জেন্টিনার ত্রিমুকুট

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের কাছে এবার কোপাটা ‘ট্রিপল করোনা’ নামে পরিচিত। যার অর্থ ত্রিমুকুট। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপের পর আবার মহাদেশীয় শিরোপা জিতলেই নিশ্চিত এই ত্রিমুকুট। সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে এই ত্রিমুকুট এনে দিলেন লাওতারো মার্টিনেজ। কলম্বিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ডি মারিয়ার বিদায়ী ম্যাচে ১১২ মিনিটে গোল করেন লাওতারো মার্টিনেজ। তার গোলেই কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির দল। এতে স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।

আপডেটঃ ১৫ জুলাই ২০২৪ | ১২:১৭
লাওতারোর গোলে আর্জেন্টিনার ত্রিমুকুট

সর্বশেষ