ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৮২ মিনিট পর শুরু হলো কোপার ফাইনাল, কে জিতবে শিরোপা?

৮২ মিনিট পর শুরু হলো কোপার ফাইনাল, কে জিতবে শিরোপা?

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০৭:৩০ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০৭:৩৯

বাংলাদেশ সময় সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল। ফাইনালে আর্জেন্টিনা আজ ৪-৩-৩ ফরম্যাটে খেলছে। এদিকে কলম্বিয়া আজ ৪-২-৩-১ ফরম্যাটে খেলছে।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), মন্টিয়েল, রোমেরো, লাওতারো মার্টিনেজ, তাগলিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, মেসি ও আলভারেজ।

কলম্বিয়ার শুরুর একাদশ: ভার্গাস (গোলরক্ষক); আরিয়াস, সানচেজ, কুয়েস্তা, মোজিকা, রিওস, লারমা, দিয়াজ, রদ্রিগেস (অধিনায়ক), জে. আরিয়াস ও কর্ডোবা।

কেন দেরিতে শুরু হল কোপা আমেরিকার ফাইনাল

আর্জেন্টিনার সমর্থকদের ওপর আক্রমণ উগ্র কলম্বিয়ানদের

মাঠের বাইরে দর্শকদের বিশৃঙ্খলা

আরও পড়ুন

×