ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দর্শক হাঙ্গামায় দ্বিতীয় দফায় পেছাল কোপার ফাইনাল

দর্শক হাঙ্গামায় দ্বিতীয় দফায় পেছাল কোপার ফাইনাল

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০৬:৫৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০৭:০৬

যে আশঙ্কাও করা হচ্ছিল, সেটাই হল। মাঠের বাইরের বিশৃঙ্খলার কারণে শুরুতেই আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ। এবার সেটা পেছাল আরও অনেকটা সময়। খেলা শুরুর নতুন সময় বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিট। উগ্র ভক্তদের সামাল দিতে এখনো হিমশিম খাচ্ছে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। এখনো চলছে অস্থিরতা। যে কারণে পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচ। সবমিলিয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়েছে ফাইনাল।

এরকম চূড়ান্ত অব্যবস্থা নিয়ে কীভাবে ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

খেলা শুরু হবার অন্তত কয়েক ঘণ্টা আগে খুলে দেয়া হয় স্টেডিয়ামের গেট। সেখানে দেখা যায় অসংখ্য কলম্বিয়ান সমর্থক বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে। এর ফলে সেখানে হট্টগোল বাধে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। এক পর্যায়ে পুলিশ এসে গ্যালারিতে প্রবেশ করার গেটগুলো বন্ধ করে দেয়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টেডিয়ামের বাইরে এখনও বহু দর্শক দাঁড়িয়ে রয়েছেন। ভিতরে ঢোকার আবেদন করছেন তারা। কিন্তু নিরাপত্তারক্ষীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। ফলে আপাতত গেট বন্ধই রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে একে একে দর্শকদের তারা ভিতরে ঢোকাবেন বলে জানা গিয়েছে। কিন্তু এরপরেও থামেনি কলম্বিয়ান ভক্তদের আগ্রাসন। স্রোতের মত তারা স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা চালান। ফাইনাল পেছানো হয় আরও ১৫ মিনিটের জন্য। যদিও তখনও ম্যাচ মাঠে গড়াবে কি না তা নিয়ে আছে সংশয়।

রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়রাও চূড়ান্ত বিরক্ত হয়েছেন। কারণ তাদের পরিবারের সদস্যরা মাঠের বাইরে আটকে আছেন। কতটা অব্যবস্থা হলে এরকম হয় যে এরকম একটা টুর্নামেন্টের ফাইনালের আগে খেলোয়াড়রা নিজেদের উপর ফোকাস করতে পারছেন না। চিন্তা করতে হচ্ছে পরিবারের সুরক্ষা নিয়ে।

আরও পড়ুন

×