ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চুক্তি থেকে নাম প্রত্যাহার, নেতৃত্বও ছাড়লেন উইলিয়ামসন 

চুক্তি থেকে নাম প্রত্যাহার, নেতৃত্বও ছাড়লেন উইলিয়ামসন 

নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ১২:৪৮ | আপডেট: ১৯ জুন ২০২৪ | ২০:৪৯

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন উইলিয়ামসন। চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সঙ্গে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বও করবেন না। এর আগে টেস্ট নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। 

আগামী নিউজিল্যান্ড গ্রীষ্মে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান কিংবদন্তি এই ব্যাটার। যে কারণে জাতীয় দলের হয়ে ওই সময় খেলতে পারবেন না। ওই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কেটে দিলেন। তবে বছরের বাকি সময়টা দেশের হয়ে খেলতে প্রস্তুত তিনি। 

উইলিয়ামসন বলেছেন, ‘তিন ফরম্যাটে দলকে সামনে এগিয়ে যেতে সহায়তা করতে আমি সদা প্রস্তুত। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মে বিদেশি লিগে খেলতে চাওয়ার মানে হচ্ছে ওই সময় জাতীয় দলের হয়ে আমি খেলতে পারব না।’ 

নিউজিল্যান্ড জাতীয় দলের জন্য সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়। তবে উইলিয়ামসনের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন হতে পারে। গ্রীষ্মের বাইরের সিরিজে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক খেলতে চাইলে তাকে দলে নেওয়ার কথা জানিয়েছেন ব্ল্যাক ক্যাপস সিইও। 

বোর্ড সিইও স্কট উইনিক বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কেনকে প্রস্তুত পাওয়ার এটি (বিদেশি লিগ) ভালো উপায়। আশা করছি এখনকার মতো সামনেও দলের হয়ে সে বড় অবদান রাখবে। দলের জন্য সে যেহেতু অঙ্গীকারবদ্ধ, তার জন্য বোর্ড কিছুটা ছাড় দিতে প্রস্তুত।’ 

আরও পড়ুন

×