ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অজিদের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ

অজিদের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪ | ২২:১৯

গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন সুপার এইটের চ্যালেঞ্জ। আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাকিব-শান্তরা।

সুপার এইটের আগে ব্যাটিং লাইনআপ নিয়ে এখনো বেশ চিন্তিত বাংলাদেশ। কেননা গ্রুপ পর্বে প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন টপঅর্ডাররা। গ্রুপ পর্বের ম্যাচগুলো বোলিং সহায়ক পিচ হওয়ায় বাংলাদেশ তাদের বোলিং লাইনআপ দিয়ে পুষিয়ে দিয়েছে। কিন্তু অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের পিচগুলো ব্যাটিং সহায়ক এবং চলতি বিশ্বকাপে বাংলাদেশ পিছিয়ে আছে কেবল এই ব্যাটিংয়ে। 

যদিও পেসাররা আছেন বেশ ফর্মে। বিশেষ করে তিন পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনও নিজেকে প্রমাণ করে চলেছেন নিয়মিতই।

একাদশ কেমন হতে পারে তা জানতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে। তবে এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি এই লঙ্কান কোচ, ‘আসলে সবকিছু কন্ডিশনের উপর নির্ভর করে। এছাড়া কিছুটা প্রতিপক্ষের উপরও নির্ভর করে। আমরা সেসব হিসাবে নেব, তাদের সীমাবদ্ধতার বিষয়গুলোও আমাদের মাথায় থাকবে। আর অবশ্যই আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলব।’

চলতি বিশ্বকাপে টাইগার একাদশে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। কেননা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার খেলার পরে বাকি ম্যাচগুলোতে আর সুযোগ পাননি। তার বদলে দলে আসা জাকের আলি ছাড়া পরের তিন ম্যাচে ছিল না কোনো পরিবর্তন। একাদশে থাকা পেসারদের ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ মেলেনি শরিফুল ইসলামেরও। তবে অজিদের বিপক্ষে ব্যাটিং অর্ডারে সৌম্যকে দেখা যেতে পারে জাকের আলীর পরিবর্তে। একই সঙ্গে তানজিম সাকিবকে বসিয়ে শরিফুলকে দলে যোগ করা হতে পারে উইকেটের ডিমান্ডের জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

×