ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউরো ২০২৪

পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারালো ইউক্রেন

পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারালো ইউক্রেন

ছবি- গেটিইমেজেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪ | ২১:৫৬

প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে হেরে ইউরোর শুরুটা ভালো হয়নি ইউক্রেনের। দ্বিতীয় ম্যাচে তাই স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। বাঁচা মরার ম্যাচে শুরুতে ১–০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক কামব্যাকের গল্প লিখেছে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি। গ্রুপ 'ই এর ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউক্রেন।

শুক্রবার জার্মানির ডুসেলডর্ফে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইউক্রেন। তবে ম্যাচের প্রথম আক্রমণ চালায় স্লোভাকিয়া। ম্যাচের ১৭ মিনিটে ইভান শরানজের হেডে এগিয়ে যায় স্লোভাকরা। এক গোলের লিড নেওয়ার পর রক্ষণ আগলে খেলতে থাকে স্লোভাকিয়া। তাতে খুব একটা সুবিধা করতে পারেনি ইউক্রেন। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্লোভাকিয়া।

দ্বিতীয়ার্ধে চমক দেখায় ইউক্রেন। ৫৪ মিনিটে তাদের বক্সে বলের দখল হারায় স্লোভাকিয়া। মুদ্রিক বল পেয়ে আক্রমণে যান। তার কাছ থেকে বল পেয়ে বাঁ দিকে থাকা ওলেক্সান্দার জিনচেঙ্কো বল বাড়ান। তার দারুণ স্কয়ার পাসে মিকোলা শাপারেঙ্কো পেনাল্টি বক্সের মাঝখান থেকে জাল কাঁপান। 

দুই দলের লড়াই তখন তুঙ্গে। সময় যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছিল উত্তেজনা। তবে স্লোভাকিয়াকে স্তব্ধ করে ৮০ মিনিটে পাশার দান উল্টে দেয় ইউক্রেন। রোমান ইয়ারেমচুকের দারুণ এক গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ দিকে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি স্লোভাকিয়া। ২–১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

আরও পড়ুন

×